Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা শনিবার, ১২ জুলাই, ২০২৫, ২৮ আষাঢ় ১৪৩২
আটক সাথে থাকা সাংবাদিক

কুমারখালীতে চাঁদাবাজি করতে গিয়ে ভুয়া এসিল্যান্ড পলাতক


দৈনিক পরিবার | কুমারখালী প্রতিনিধি জুলাই ৯, ২০২৪, ০৬:০৭ পিএম কুমারখালীতে চাঁদাবাজি করতে গিয়ে ভুয়া এসিল্যান্ড পলাতক

কুষ্টিয়ার কুমারখালীতে ওষুধ ফার্মেসীতে চাঁদা চাইতে গিয়ে জনগণের ধাওয়ায় ভুয়া এসিল্যান্ড পালিয়ে গেলেও আটক হয়েছেন সাথে থাকা সাংবাদিক। মঙ্গলবার (৯ জুলাই) দুপুরে নন্দলালপুর ইউনিয়নের চড়াইকোল বাজারে এই ঘটনা ঘটে। এ বিষয়ে কুমারখালী থানায় এজাহার জমা দিয়েছেন ভুক্তভোগী।
আটক হয়েছেন পৌরসভার কাজীপাড়া এলাকার সাহেব আলীর ছেলে একাত্তরের বাংলাদেশ পত্রিকার সাংবাদিক পরিচয়দানকারী রাকিব (২২)।
ভুক্তভোগী ফার্মেসী মালিক মিজানুর রহমান জানান, মঙ্গলবার বেলা দেড় টার দিকে সাংবাদিক পরিচয়দানকারী রাকিব ও পলাশ তাদের সাথে থাকা অজ্ঞাত ব্যক্তিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পরিচয় দিয়ে ফার্মেসির কাগজপত্র দেখাতে বলে। তারা ম্যাজিস্ট্রেটকে ম্যানেজ করতে ৫০ হাজার টাকা দাবি করেন। আগন্তুকদের কথাবার্তা সন্দেহ জনক হওয়ায় ফার্মেসী মালিক নির্বাহী ম্যাজিস্ট্রেট এর পরিচয় দাবি করেন এবং স্থানীয়দের বিষয়টি জানান।
এসময় স্থানীয়রা তাদের ধাওয়া করলে সাংবাদিক পরিচয়দানকারী পলাশ ও ভুয়া নির্বাহী ম্যাজিস্ট্রেট পালিয়ে যেতে সক্ষম হলেও রাকিব আটক হয়।
পরবর্তীতে কুমারখালী থানা পুলিশ রাকিবকে উদ্ধার করে থানায় নিয়ে আসেন। বর্তমানে রাকিব থানা হাজতে রয়েছেন। কুমারখালী থানায় রাকিব, পলাশ ও ভুয়া নির্বাহী ম্যাজিস্ট্রেট অজ্ঞাত ব্যক্তির  বিরুদ্ধে এজাহার দেয়া হয়েছে।
কুমারখালী থানার অফিসার ইনচার্জ (তদন্ত) সুকল্যাণ জানান, চাঁদাবাজির করতে গিয়ে জনগণের হাতে আটক খবর পেয়ে রাকিব নামে একজনকে উদ্ধার করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। তবে এখনও লিখিত কোন অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত পূর্বক ব্যবস্থা নেওয়া হবে।

Side banner