ফরিদপুরের সালথায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু'গ্রুপের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসময় উভয় পক্ষের অন্তত ২৫ জন আহত হয়েছেন। ভাংচুর করা হয়েছে বেশ কয়েকটি বাড়িঘর।
শনিবার (২৮ সেপ্টেম্বর) সকালে উপজেলার গট্টি ইউনিয়নের মেম্বার গট্টি এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে স্থানীয় নেতা রফিক মাতুব্বর ও আজিজ মোল্লার দলীয় লোকজনের মধ্যে দেশীয় অস্ত্র লাঠিসোঁটা, ইটপাটকেল, ঢাল, সড়কি নিয়ে দফায় দফায় সংঘর্ষে লিপ্ত হয়। এসময় উভয় পক্ষের অন্তত ২৫ জন আহত হন। আহতদের মধ্যে বেশির ভাগ ইটের আঘাতে জখম এবং বেশ কয়েকটি বাড়িঘর ভাংচুর করে সংঘর্ষকারীরা। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
সালথা থানার উপ-পরিদর্শক (এসআই) সুজন বিশ্বাস বলেন, পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে। এছাড়া সেনাবাহিনীকেও বিষয়টি জানানো হয়েছে। দ্রুতই পরিস্থিতি শান্ত করতে সক্ষম হবেন বলে জানান এ পুলিশ কর্মকর্তা।
আপনার মতামত লিখুন :