পুঁজিবাজারের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করেছেন অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম।
শনিবার (১০ আগস্ট) তিনি ইমেইলে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিবের কাছে পদত্যাগপত্র পাঠিয়েছেন। পদত্যাগ করার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করে শিবলী রুবাইয়াত-উল-ইসলাম।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স বিভাগের অধ্যাপক শিবলী বিএসইসির চেয়ারম্যান হিসেবে প্রথম নিয়োগ দেওয়া হয় ২০২০ সালের মে মাসে। এরপর গত এপ্রিলে তার নিয়োগের মেয়াদ আরও চার বছর বাড়ানো হয়।
আপনার মতামত লিখুন :