দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বিশ্বের সর্ববৃহৎ ম্যানগ্রোভ বনাঞ্চল মৎস্যভান্ডার নামে খ্যাতবিশ্ব ঐতিহ্য সুন্দরবনের উপকূলে বাগেরহাটেরমোরেলগঞ্জ লতিফিয়া কামিল মাদ্রাসার গভর্ণিং বডির অভিভাবক সদস্যনির্বাচন সম্পন্ন হয়েছে।
বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সকাল ১০ টায় ভোট শুরু হয়ে বিকাল ৪ টায় শেষ হয়। অভিভাবক সদস্য পদে বিপুল ভোটে জামাত সমর্থিত প্রার্থী মো. রেজাউল করিম ১২১ ভোট পেয়ে জয়লাভ করেছেন।
অন্যদিকে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামাত সমর্থিত প্রার্থী আ. মালেক সুমন ৪৭ ভোট পেয়েছেন। বিএনপি সমর্থিত প্রার্থী এইচ এম মইনুল ইসলাম ৪৪ ভোট পেয়েছেন।
নির্বাচন পরিচালনার দায়িত্বপ্রাপ্ত প্রিজাইডিং কর্মকর্তা মোরেলগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শহিদুল ইসলাম ফলাফল ঘোষণা করেন।
তিনি বলেন নির্বাচনে ৪৪৬ জন ভোটারের মধ্যে ২১২টি ভোট কাস্ট হয়। এর মধ্যে মো. রেজাউল করিম ১২১ নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আঃ মালেক সুমন ৪৭ ভোট পেয়েছেন।
এদিকে ভোটকে কেন্দ্র করে মোরেলগঞ্জ লতিফিয়া কামিল মাদ্রাসায় দিনভর বিপুল উৎসাহ উদ্দিপনা নিয়ে ভোটাররা ভোট দিতে আসেন। এদের মধ্যে নারী ভোটারের উপস্থিতি ছিল লক্ষণীয়। এর আগে ৮ জন প্রার্থী বিভিন্ন পদে মনোনয়ন জমা দেন তার মধ্যে ৩ জন প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করেন।
আলিম, ফাজিল ও কামিল স্তরে অভিভাবক সদস্য পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় মাহবুবুর রহমান ও আবু হানিফ নির্বাচিত হন ।
অভিভাবক সদস্য পদে বিপুল ভোটে নির্বাচিত হয়ে জামায়াত সমর্থিত প্রার্থী মো. রেজাউল করিম বলেন, মাদ্রাসার উন্নয়নে আমি কাজ করবো ইনশাআল্লাহ।
আপনার মতামত লিখুন :