বাগেরহাটের রামপালে রাজনগর দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জামিল ইজারাদার এর সড়ক দুর্ঘটনায় আকস্মিক মৃত্যুতে উপজেলা শিক্ষা পরিবারের আয়োজনের শোক সভা, স্মৃতিচারণ, স্বারকলিপি প্রদান ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১১ নভেম্বর) সকাল দশটায় উপজেলা অডিটোরিয়ামে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. ফরহাদ আলীর সভাপতিত্বে ও সহকারী শিক্ষক তরফদার মুকতাদীর ও মো. মনিরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালী উপস্থিত থেকে শোক প্রকাশ করেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার নাসরিন আক্তার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সহকারী জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সিকদার আতিকুর রহমান জুয়েল, উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা রতন কুমার পাল। এ সময় ভার্চুয়ালী আরো উপস্থিত থেকে শোক প্রকাশ করেন রামপাল উপজেলার সাবেক সহকারী শিক্ষা অফিসার সঞ্জয় সানা, মো. ওসমান গনি, মো. ইদ্রিস আলী, মো. মতিউর রহমান প্রমুখ।
এসময় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকগনের মধ্যে বক্তব্য রাখেন মনসী মন্ডল, শেখ আবুল বাশার, মো. খাইরুল আলম, দিপঙ্কর কুমার পাল, নাসরিন সুলতানা, মো. ইজাদুল হক, তাপস রায়, সুব্রত কুমার মজুমদার, রথীন্দ্রনাথ বালা, গাজী মোহাম্মদ আলী, রিজাউল তালুকদার প্রমুখ।
আরো উপস্থিত থেকে বাবার মাগফিরাত কামনা করে সবার কাছে দোয়া প্রার্থনা করেন মো. সাগর ইজারাদার।
এ সময় উপস্থিত ছিলেন রামপাল উপজেলার সকল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষক মন্ডলী।
বক্তব্যে বক্তারা বলেন, খুলনা মোংলা মহাসড়ক বর্তমানে মরণফাঁদে পরিণত হয়েছে। বর্তমান মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি পেয়ে, পরিবহন যাতায়াত কয়েক গুণ বৃদ্ধি পেয়েছে। তাছাড়া একাধিক শিল্প প্রতিষ্ঠান ও দক্ষিণ অঞ্চলের বৃহৎতম কর্মসংস্থান ইপিজেডে হাজার হাজার কর্মীদের এই সড়ক থেকে চলাচল এবং পর্যটক কেন্দ্র সুন্দরবন সহ নানা কারণে এই মহা সড়কটি ভিশন ব্যাস্ত ও যানজটের সৃষ্টি হয়েছে যার জন্য প্রতিনিয়তই এখানে মৃত্যুর মিছিল বেড়ে চলেছে। আমাদের সবার প্রিয় সদালাপী শিক্ষা অনুরাগী মোঃ জামিল ইজারাদার এর অকালে প্রাণ হারাতে হয়েছে। আমরা সরকারের কাছে জোর দাবী জানাই আমাদের শুধু নয় এ অঞ্চলের প্রতিটা মানুষের দাবী খুলনা মোংলা মহাসড়কটি ছয় লেনে উন্নীত করা হোক।
অনুষ্ঠানের শুরুতে একটি শোকর্যালি বের হয়ে উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক গুলো প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চপ্তরে গিয়ে শেষ হয় ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মিস তামান্না ফেরদৌসির কাছে জেলা প্রশাসক বরাবর লিখিত খুলনা মোংলা মহাসড়কে ছয় লেনে উন্নীতর আবেদনে একটি স্বারকলিপি প্রদান করা হয়।
পরিশেষে প্রায়ত শিক্ষক মো. জামিল ইজারাদারের রুহের মাগফিরাতে দোয়া ও মোনাজাত করা হয়।








































আপনার মতামত লিখুন :