Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৪, ২ আশ্বিন ১৪৩১

ইবি শিক্ষার্থীদের ‍‍`ক্লিন ক্যাম্পাস‍‍` কর্মসূচী


দৈনিক পরিবার | ইবি প্রতিনিধি আগস্ট ১৩, ২০২৪, ০৯:২৫ এএম ইবি শিক্ষার্থীদের ‍‍`ক্লিন ক্যাম্পাস‍‍` কর্মসূচী

ইসলামী বিশ্ববিদ্যালয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে সাধারণ শিক্ষার্থীদের অংশগ্রহণে ক্যাম্পাস পরিষ্কার-পরিচ্ছন্ন করতে 'ক্লিন ক্যাম্পাস' কর্মসূচি পালিত হয়েছে।
সোমবার (১২ আগস্ট) সকাল সাড়ে ১১ টার দিকে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের অর্ধ শতাধিক শিক্ষার্থী কয়েকটি ভাগে ভাগ হয়ে ক্যাম্পাসের বিভিন্ন স্থানের ময়লা আবর্জনা পরিস্কার-পরিচ্ছন্নতায় যোগ দেয়। কর্মসূচীতে তারুণ্য, রক্তিমা, অভয়ারণ্যসহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরাও যোগ দেয়।
এসময় শিক্ষার্থীরা ক্যাম্পাসের মেইন গেটের সামনে থেকে শুরু করে গেটের দুই পাশ, কেন্দ্রীয় শহীদ মিনার ও স্মৃতিসৌধ প্রাঙ্গণ, ডায়না চত্বর, প্রশাসন ভবনের আশপাশ, বটতলা, ঝাল চত্বর, বিভিন্ন একাডেমিক ভবনের চারপাশ, বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনসহ ক্যাম্পাসের প্রতিটি স্থানে জমে থাকা ময়লা আবর্জনা পরিষ্কার করে।
শিক্ষার্থীরা জানায়, গত কয়েক দিনের আন্দোলনে বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে থাকা ইট-পাটকেল, লাঠিসোঁটা, পোড়া ময়লার স্তূপ পরিষ্কারসহ শহরের নানা আবর্জনা পরিষ্কার করছেন তারা। প্রধান উপদেষ্টা ড. মো. ইউনূসের ফর্মলা 'থ্রি জিরো' এর একটি হচ্ছে জিরো কার্বন ইমিশন। আমরা শুধু ক্যাম্পাসে না দেশের সবজায়গায় যেন প্লাস্টিকের ব্যবহারে সচেতন হই। এসময় সড়কে ছড়িয়ে-ছিটিয়ে থাকা ময়লা-আবর্জনা সরিয়ে নিয়ে নির্ধারিত স্থানে ফেলে দিয়ে আসতে দেখা যায়। এ কর্মসূচি চলমান থাকবে বলে জানায় শিক্ষার্থীরা।
ইবি সমন্বয়ক এস এম সুইট বলেন, পুরো বাংলাদেশের ছাত্র সমাজ যেভাবে দেশ বিনির্মাণে নিজ নিজ জায়গা থেকে অংশগ্রহণ করছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তার বাইরে না। দূষণের কারণে পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে। আমাদের আন্দোলনের সকল সহযোদ্ধা এবং সাধারণ শিক্ষার্থীদের সাথে নিয়ে পুরো ক্যাম্পাসে এই কর্মসূচী চলবে। এছাড়াও জিমনেশিয়ামের দায়িত্বশীলদের বলবো, আমাদের দুটো খেলার মাঠ দ্রুত পরিষ্কার করে দিতে যাতে শিক্ষার্থীরা খেলাধূলায় অংশ নেওয়ার সুযোগ পায়।

Side banner

শিক্ষা বিভাগের আরো খবর