Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা শুক্রবার, ০৬ ডিসেম্বর, ২০২৪, ২২ অগ্রহায়ণ ১৪৩১

গাংনীতে শিক্ষা অফিসারকে লাঞ্ছিতের প্রতিবাদে মানববন্ধন


দৈনিক পরিবার | মাহাবুল ইসলাম নভেম্বর ৫, ২০২৪, ০৮:২৫ পিএম গাংনীতে শিক্ষা অফিসারকে লাঞ্ছিতের প্রতিবাদে মানববন্ধন

মেহেরপুরের গাংনী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার হোসনে মোবারক ও অফিস সহকারী তোফাজ্জেল হোসেনকে লাঞ্ছিত করার ঘটনায় অপরাধীদের গ্রেফতার এবং নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করণের দাবিতে মানববন্ধন করেছে উপজেলার সকল পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। 
মঙ্গলবার (৫ নভেম্বর) সকাল সাড়ে ১০ টার দিকে উপজেলা পরিষদ চত্বরের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানব বন্ধনে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী অফিসার প্রীতম সাহা।
মানববন্ধনে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার প্রীতম সাহা, উপজেলা শিক্ষা অফিসার হোসনে মোবারক, গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার আদিলা আজহার আরশী ও উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা সাইদুর রহমান। মানববন্ধনে উপজেলার বিভিন্ন দপ্তরে কর্মরত কর্মকর্তা কর্মচারী ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, নারী নির্যাতন অভিযােগে আদালতের একটি মামলার তদন্তের দায়িত্ব দেয়া হয় গাংনী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারকে। সে লক্ষ্যে সোমবার দুপুরে মামলার বাদি ও বিবাদীকে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের কার্যালয়ে হাজির হতে বলা হয়। মামলাটির তদন্ত চলাকালীন সময়ে শিক্ষা অফিসের বাইরে বাদী ও বিবাদী পক্ষের লোকজনের মধ্যে বাক বিতন্ডা চলছিল। এসময় শিক্ষা অফিসার হোসেন মোবারক উভয় পক্ষকে শান্ত হওয়ার আহবান জানাচ্ছিলেন। এক পর্যায়ে কয়েকজন যুবক শিক্ষা অফিসার হোসেন মোবারকের উপর রাগান্বিত হয়ে তাকে লাঞ্চিত করে ও মোবাইল ফোনটি কেড়ে নেয়ার চেষ্টা করে। এর প্রতিবাদ করতে গিয়ে অফিসের অফিস সহকারী তোফাজ্জেল হোসেনও লাঞ্চিত হয়।
এঘটনায় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বাদী হয়ে ৮ জনের নামে একটি মামলা দায়ের করেছেন।

Side banner