Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা শুক্রবার, ০৬ ডিসেম্বর, ২০২৪, ২২ অগ্রহায়ণ ১৪৩১
নিয়ামতপুর উপজেলা

শিক্ষা কর্মকর্তাকে বিদায় সংবর্ধনা দিলেন প্রাথমিকের শিক্ষকরা


দৈনিক পরিবার | তৈয়বুর রহমান, নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি নভেম্বর ২৩, ২০২৪, ০৯:২৩ পিএম শিক্ষা কর্মকর্তাকে বিদায় সংবর্ধনা দিলেন প্রাথমিকের শিক্ষকরা

নিয়ামতপুর উপজেলা শিক্ষা কর্মকর্তা শহিদুল আলমকে অবসরজনিত বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে। শনিবার নিয়ামতপুর জেলা পরিষদ মিলনায়তনে প্রিয় শিক্ষা কর্মকর্তাকে বিদায় জানান নিয়ামতপুরের সকল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান ও সহকারী শিক্ষকরা। নিয়ামতপুর সরকারি প্রাথমিক শিক্ষক সমিতি এ বিদায় সংবর্ধনার আয়োজন করে।
সভায় সভাপতিত্ব করেন দিঘীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতি নিয়ামতপুর উপজেলার সভাপতি মোঃ আজাহার আলী।
প্রধান শিক্ষক কমল চন্দ্র প্রামানিকের সঞ্চালনায় সভায় বক্তৃতা করেন, সহকারী শিক্ষক বুলবুল আহম্মেদ, প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) নুরুল আলম, ফিরোজ সুলতান, আমানুল্লাহ আমান, মামুনুর রশীদ, সাবিহা শবনম, নাজমুল হক, আনোয়ার হোসেন তোতা, নেশাদ বানু, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আবুল হোসেন, সমিতির সাধারণ সম্পাদক প্রধান শিক্ষক মিজানুর রহমান, সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা রনজিত কুমার শিকদার  ও আব্দুল হান্নান।
উল্লেখ্য, শিক্ষা কর্মকর্তা শহিদুল আলম ২০২১ সনের ২৯ জুলায় নিয়ামতপুরে  শিক্ষা কর্মকর্তা হিসাবে যোগদান করেন। ৩০ নভেম্বর তার শেষ কর্মদিন। এ দীর্ঘ সময়ে তিনি নিয়ামতপুরের প্রাথমিক শিক্ষার মান উন্নয়নে উল্লেখযোগ্য কাজ করেছেন। তার সময়েই নিয়ামতপুরের প্রতিটি প্রাথমিক বিদ্যালয়ে নির্মিত হয়েছে শহীদ মিনার। এছাড়াও তিনি শিশুবান্ধব পরিবেশে বিদ্যালয় গড়তে অবদান রেখেছেন।

Side banner