Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
চলচ্চিত্র পরিচালক

শহীদুল ইসলাম খোকনের মৃত্যুবার্ষিকী


দৈনিক পরিবার | পরিবার বিনোদন ডেস্ক এপ্রিল ৫, ২০২৩, ০৮:৪২ পিএম শহীদুল ইসলাম খোকনের মৃত্যুবার্ষিকী

শহীদুল ইসলাম খোকন বাংলাদেশের কিংবদন্তী পরিচালক। তিনি ১৯৫৭ সালের ১৫ মে বরিশাল জেলার ইমামকাঠি এলাকায় বোয়ালিয়ায় জন্মগ্রহণ করেন। ২০১৬ সালের ৪ এপ্রিল মৃত্যুবরণ করেন। 
শহীদুল ইসলাম খোকনের চলচ্চিত্র যাত্রা শুরু হয় ১৯৭৪ সালে অভিনেতা ও প্রযোজক সোহেল রানার হাত ধরে। সোহেল রানা পরিচালিত মাসুদ রানা চলচ্চিত্রের সহকারী পরিচালক হিসেবে তিনি চলচ্চিত্রাঙ্গনে পদার্পণ করেন। পরিচালনার পাশাপাশি তিনি চলচ্চিত্র প্রযোজনা ও অভিনয় করেছেন।
তার পরিচালিত প্রথম চলচ্চিত্র রক্তের বন্দি তেমন সাফল্য পায়নি। তার পরিচালিত দ্বিতীয় চলচ্চিত্রটিও সাফল্যের মুখ দেখেনি। এরপর তিনি সোহেল রানার ছোট ভাই রুবেলকে নিয়ে নির্মাণ করেন অ্যাকশন নির্ভর ছবি লড়াকু। যা ব্যবসা সফল হয়। ইলিয়াস কোবরা, ড্যানি সিডাক, সিরাজ পান্না, চিত্রনায়িকা মিশেলাদের নিয়ে মার্শাল আর্ট এবং অ্যাকশন ভিত্তিক চলচ্চিত্র নির্মাণ করে তিনি সফলতা লাভ করেন।
বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার পরিচালিত বজ্রমুষ্টি চলচ্চিত্রটির শুটিং স্পটে বসে শুটিং দেখেন। তিনি পালাবি কোথায় চলচ্চিত্রটি নির্মাণকালে অর্থসঙ্কটের কারণে নিজের উত্তরার বাড়ি বিক্রি করে দেন।
শহীদুল ইসলাম খোকন জয় ইসলামকে বিয়ে করেন। তাদের ১ মেয়ে ও ২ ছেলে। তিনি ২০১৩ সালে বাচসাস পুরস্কারে ভূষিত হয়েছেন। 
 

Side banner