Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা মঙ্গলবার, ০৮ জুলাই, ২০২৫, ২৪ আষাঢ় ১৪৩২

ইবিতে বিশ্ব ফার্মাসিস্ট দিবস পালিত


দৈনিক পরিবার | ইবি প্রতিনিধি সেপ্টেম্বর ২৫, ২০২৪, ০১:১৩ পিএম ইবিতে বিশ্ব ফার্মাসিস্ট দিবস পালিত

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ‘ফার্মাসিস্ট: মিটিং গ্লোবাল হেল্থ নীডস’ প্রতিপাদ্যকে সামনে রেখে ফার্মেসি বিভাগের আয়োজনে পালিত হয়েছে 'বিশ্ব ফার্মাসিস্ট দিবস-২০২৪'।
বুধবার (২৫ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০ টার দিকে পরমাণু বিজ্ঞানী ড. ওয়াজেদ মিয়া বিজ্ঞান ভবনের সামনে থেকে বিভাগের প্রায় শতাধিক শিক্ষার্থীদের উপস্থিতিতে একটি র‌্যালির মাধ্যমে এই দিবস পালনের আনুষ্ঠানিকতা শুরু হয়। র‌্যালিটি বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় বিজ্ঞান ভবনের সামনে এসে শেষ হয়। এসময় র‌্যালিতে উপস্থিত ছিলেন বিভাগের সভাপতি অধ্যাপক ড. আনোয়ারুল হক, প্রভাষক রেহেনুমা তানজিন ও রসূল করিম।
র‌্যালি শেষে শিক্ষার্থীদের সাথে ফটোসেশন করেন বিভাগের শিক্ষকরা। আয়োজনের সার্বিক সহযোগিতায় ছিলেন বাংলাদেশ ফার্মেসি স্টুডেন্টস এসোসিয়েশন ইবি শাখা।
শিক্ষার্থীরা বলেন, আগে মনে করা হতো ফার্মাসিস্টরা শুধু ঔষুধ তৈরী করে তবে এখন তারা হেলথ সিস্টেমের ভেইনগার্ড। তাই ফার্মাসিস্টরা বর্তমানে সরাসরি পেশেন্টদের সাথে জড়িত। ঔষধের সংরক্ষণ, রোগীদের কাউন্সিলিং এর মতো গুরুত্বপূর্ণ কাজে ফার্মাসিস্টরা অবদান রাখছেন।
উল্লেখ্য, ফার্মেসি পেশায় কর্মরতদের উৎসাহ প্রদান, সাধারণ মানুষকে এ মহান পেশা সম্পর্কে জানাতে এবং এ পেশার মানকে উচ্চ মর্যাদার আসনে আসীন রাখতে ২০১০ সাল থেকে বিশ্বে দিবসটি পালন শুরু হলেও বাংলাদেশে এই দিবসটি পালন শুরু হয় ২০১৪ সাল থেকে। ইবিতে দিবসটি ২০১৮ সালে প্রথমবারের মতো পালিত হয়।

Side banner