শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে নতুন অন্তর্বতীকালীন সরকারকে স্বাগত জানিয়েছে ডেনমার্ক।
ডেনমার্কের উন্নয়ন সহযোগিতা ও বৈশ্বিক জলবায়ু নীতিমন্ত্রী ড্যান জর্গেনসেন বলেন, আমরা স্বাভাবিকভাবেই বাংলাদেশের উন্নয়ন প্রত্যাশা করি। ডেনমার্কের সঙ্গে ৫০ বছরেরও বেশি সময় ধরে বাংলাদেশের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে।
তিনি বলেন, বিক্ষোভের সময় বাংলাদেশে অনেক মর্মান্তিক মৃত্যু হয়েছে। তার নিরপেক্ষ তদন্তসহ সুশাসন, মানবাধিকার এবং গণতন্ত্র প্রতিষ্ঠার প্রতি সবাইকে মনযোগী হতে হবে।
ড্যান জর্গেনসেন আরও বলেন, আমরা বাংলাদেশি নাগরিকদেরকে গণতান্ত্রিক নির্বাচনের দিকে লক্ষ্য রেখে শান্তিপূর্ণ উত্তরণের মাধ্যমে সরকার গঠনে উৎসহিত করছি।
আপনার মতামত লিখুন :