Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা শুক্রবার, ০১ আগস্ট, ২০২৫, ১৭ শ্রাবণ ১৪৩২

আওয়ামী লীগ নেতাদের ডিম নিক্ষেপ করতে এসে যুবক ধরা


দৈনিক পরিবার | স্টাফ রিপোর্টার জুলাই ৩১, ২০২৫, ০৯:৩৮ এএম আওয়ামী লীগ নেতাদের ডিম নিক্ষেপ করতে এসে যুবক ধরা

চাঁপাইনবাবগঞ্জে আওয়ামী লীগের অঙ্গসংগঠনের তিন আসামিকে আদালত প্রাঙ্গণে ডিম নিক্ষেপ করার সময় জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সেতাউর রহমানসহ ৪ জনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। বুধবার সন্ধ্যায় চাঁপাইনবাবগঞ্জ চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের হাজতখানার সামনে এ ঘটনা ঘটে।
বৃহস্পতিবার (৩১ জুলাই) এ নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) আব্দুল ওদুদ।
জানা যায়, আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতাদের আসার খবর পেয়ে আদালত প্রাঙ্গণে জড়ো হতে থাকেন ছাত্রদলের নেতাকর্মীরা। এসময় আদালতের সামনে বিভিন্ন স্লোগান দেওয়া হয়। আদালতের হাজতখানা থেকে বের হওয়ার সময় ছাত্রদল কর্মীরা আসামিদের লক্ষ্য করে ডিম ছুড়ে মারেন। 
এ সময় সদর মডেল থানার ওসি মতিউর রহমানের উপস্থিতিতে জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সেতাউর রহমানসহ ৫ থেকে ৬ জন নেতাকর্মীকে টেনেহিঁচড়ে মারধর করতে করতে আদালতের হাজতখানায় নিয়ে যায় পুলিশ। 
চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ওসি মতিউর রহমান বলেন, পরিস্থিতি শান্ত করতে তাদের হেফাজতে নেওয়া হয়েছে। গ্রেপ্তার বা আটক করা হয়নি। বিস্তারিত পরে জানাচ্ছি।
রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) আব্দুল ওদুদ বলেন, চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে জঙ্গিবিরোধী অভিযান ‘অপারেশন ঈগল হান্ট’ মামলায় শিবগঞ্জ উপজেলার আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুস সালাম, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সহ-সাধারণ সম্পাদক ইশতিয়াক আহমেদ ও যুবলীগ নেতা আবু কালাম আজাদ জামিন আবেদন করেন। চাঁপাইনবাবগঞ্জ জেলা দায়রা জজ মিজানুর রহমান অতিরিক্ত জেলা দায়রা জজের কাছে এটি হস্তান্তর করেন। পরে শুনানি শেষে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আসামির উপস্থিতিতে জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

Side banner