Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা শনিবার, ২৩ আগস্ট, ২০২৫, ৭ ভাদ্র ১৪৩২

সোনাতলায় নৃত্যনাট্য প্রেমের মরা’র মোড়ক উন্মোচন


দৈনিক পরিবার | বিকাশ স্বর্নকার জুন ১০, ২০২৫, ০৪:০৫ পিএম সোনাতলায় নৃত্যনাট্য প্রেমের মরা’র মোড়ক উন্মোচন

বগুড়ার সোনাতলায় নৃত্যনাট্য ‘প্রেমের মরা’র মোড়ক উন্মোচন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১০ জুন) সকালে সোনাতলা পৌরসভার ক্যাফে ৭১ এ এই মোড়ক উন্মোচন অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। 
এতে প্রধান অতিথি হিসেবে মোড়ক উন্মোচন করেন যুগ্ম সচিব, কবি-লালন গবেষক ও বিজ্ঞানী ড. আজাদুর রহমান। মোড়ক উন্মোচন শেষে তিনি প্রকাশিত নৃত্যনাট্যটির নানা দিক নিয়ে বিস্তারিত আলোচনা করেন। 
এ সময় উপস্থিত ছিলেন ড. আজাদুর রহমানের সহধর্মিণী কবি লিনা আজাদ, নৃত্যনাট্য ‘প্রেমের মরা’র লেখক, দৈনিক মানবজমিনের উপজেলা প্রতিনিধি ইকবাল কবির লেমন, দুর্জয় সাহিত্য গোষ্ঠীর নির্বাহী সম্পাদক আশরাফুল হায়দার সুমন, সোনাতলা সাংস্কৃতিক সংগঠনের সভাপতি উজ্জল হোসেন খোকন, ফ্রী ভলান্টিয়ার্স অব বাংলাদেশ’র চেয়ারম্যান শিমন আহম্মেদ বাদল, শিশু সংগঠন ভোর হলো’র সভাপতি শাহাদৎজামান শাহীন ও অদম্য সোনাতলার সভাপতি শাহরিয়ার হাসিব, দৈনিক পরিবার পত্রিকার উপজেলা প্রতিনিধি বিকাশ স্বর্ণকার। 
সঞ্চালনায় ছিলেন করেন বন্ধু সামাজিক সংগঠনের সভাপতি রবিউল ইসলাম শাকিল।

Side banner