Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা শুক্রবার, ০৮ ডিসেম্বর, ২০২৩, ২৪ অগ্রহায়ণ ১৪৩০

অবরোধের সমর্থনে শাহবাগে রিজভীর নেতৃত্বে ঝটিকা মিছিল


দৈনিক পরিবার | স্টাফ রিপোর্টার নভেম্বর ১৫, ২০২৩, ০৩:৩৬ পিএম অবরোধের সমর্থনে শাহবাগে রিজভীর নেতৃত্বে ঝটিকা মিছিল

সরকারের পদত্যাগ ও নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের এক দফা দাবিতে বিএনপি ঘোষিত পঞ্চম দফার ৪৮ ঘণ্টার সর্বাত্মক অবরোধের সমর্থনে প্রথম দিনে নেতাকর্মীদের নিয়ে ঝটিকা মিছিল করেছে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
বুধবার (১৫ নভেম্বর) সকালে শাহবাগ এলাকায় এই মিছিল অনুষ্ঠিত হয়। এ সময় বিএনপির নেতাকর্মীরা সড়কে বসে পড়েন। এ সময় বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম, সাবেক কাউন্সিলর নিলুফার ইয়াসমিন, ছাত্রদল নেতা ডাক্তার আউয়াল, যুবদল নেতা সোহেল আহমেদ, ছাত্রদলের ডাক্তার লোহানি, সুমাইয়া, উর্মি, মহিউদ্দিন মাহি, ডা. সাব্বির, ডা. প্রতীক, ডা. মমি, ডা. জিসান, ঢাকা কলেজ ছাত্রদলের সহ-সভাপতি ইমন, ঢাবি বিজয় একাত্তর হলের জিএস বিএম কাওসার, মহানগর ছাত্রদল নেতা আমান, মিরাজ, আসাদ, সিয়াম, আইএইচটি সাবেক সদস্য সচিব রাফসান হোসেন, বাঙলা কলেজ ছাত্রদলের যুগ্ম সম্পাদক কাজী কাওসার, শেকৃবি ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক ফরহাদ হোসেন, এটিআই আহ্বায়ক জলিল সহ বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সরকারের পদত্যাগ, নির্বাচনকালীন নিরপেক্ষ সরকারের দাবিতে একদিন বিরতি দিয়ে আজ ভোর ৬টা থেকে বিএনপি-জামায়াত ও কয়েকটি সরকার বিরোধী রাজনৈতিক দলগুলোর ডাকা পঞ্চম দফার ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচি শুরু হয়। এ অবরোধ চলবে শুক্রবার ভোর ৬টা পর্যন্ত।

Side banner