Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা শুক্রবার, ০৮ ডিসেম্বর, ২০২৩, ২৪ অগ্রহায়ণ ১৪৩০
ব্যারিস্টার তানিয়া আমীর

জামায়াতের আর কোন অস্তিত্ব নেই


দৈনিক পরিবার | স্টাফ রিপোর্টার নভেম্বর ১৯, ২০২৩, ০৭:২৭ পিএম জামায়াতের আর কোন অস্তিত্ব নেই

জামায়াতের আর কোন অস্তিত্ব নেই বলে মন্তব্য করেছেন ব্যারিস্টার তানিয়া আমীর। তিনি বলেন, নিবন্ধন বাতিলে রায়ের বিরুদ্ধে জামায়াতের আপিল খারিজ হয়ে গেছে। তাই জামায়াত আজ থেকে কোন ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করতে পারবে না। কোন মিছিল মিটিং করতে পারবে না। রবিবার (১৯ নভেম্বর) সুপ্রিম কোর্টের আপিল বিভাগের আদেশের পর সাংবাদিকদের এসব কথা বলেন রিটকারী পক্ষের আইনজীবী ব্যারিস্টার তানিয়া আমীর।
তিনি বলেন, এখন যদি জামায়াত কোন ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করে তাহলে আমরা আদালত অবমাননার আবেদন নিয়ে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে যাব।
আজ রবিবার প্রধান বিচারপতির নেতৃত্বাধীন পাঁচ সদস্যের বিচারপতির আপিল বিভাগের বেঞ্চ জামায়াতের আপিল খারিজ করে দেন। আইনের ভাষায় এটাকে বলে ‘ডিসমিস ফর ডিফল্ট’। ফলে জামায়াতের নিবন্ধন বাতিলে উচ্চ আদালত যে রায় দিয়েছিলেন, তা বহাল রয়েছে বলে জানিয়েছেন আইনজীবীরা।
আদালতে আজ আবেদনের পক্ষে শুনানিতে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী তানিয়া আমীর ও আহসানুল করীম। এসময় উপস্থিত ছিলেন সিনিয়র আইনজীবী ব্যারিস্টার এম আমির উল ইসলাম। জামায়াতে ইসলামীর আইনজীবী এ জে মোহাম্মদ আলীর পক্ষে শুনানিতে ছিলেন অ্যাডভোকেট মো. জিয়াউর রহমান।

Side banner