Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা শুক্রবার, ৩০ জানুয়ারি, ২০২৬, ১৭ মাঘ ১৪৩২

লেসোথোর রাজার কাছে বাংলাদেশি দূতের পরিচয়পত্র পেশ


দৈনিক পরিবার | নিজস্ব প্রতিবেদক জানুয়ারি ৩০, ২০২৬, ০৯:৩৪ এএম লেসোথোর রাজার কাছে বাংলাদেশি দূতের পরিচয়পত্র পেশ

লেসোথোতে নিযুক্ত বাংলাদেশের অনাবাসিক হাইকমিশনার শাহ্ আহমেদ শফি লেসোথোর রাজা লেটসি তৃতীয়-এর নিকট আনুষ্ঠানিকভাবে পরিচয়পত্র পেশ করেছেন। স্থানীয় সময় বৃহস্পতিবার মাসেরুর রয়্যাল প্যালেসে লেসোথোর রাজার কাছে হাইকমিশনার পরিচয়পত্র পেশ করেন।


বাংলাদেশ হাইকমিশন প্রিটোরিয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, শীর্ষ নেতৃত্বের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও পরিচয়পত্র পেশ উপলক্ষে হাইকমিশনার লেসোথোর পররাষ্ট্র বিষয়ক স্থায়ী সচিব, পররাষ্ট্রমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর সঙ্গে পৃথক সাক্ষাৎ করেন। 
এসব বৈঠকে বাংলাদেশ ও লেসোথোর মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার, বাণিজ্য ও বাণিজ্যিক সহযোগিতা সম্প্রসারণসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।


রাজার সঙ্গে সাক্ষাৎকালে হাইকমিশনার বাংলাদেশের সরকার ও জনগণের পক্ষ থেকে শুভেচ্ছা জ্ঞাপন করেন। একই সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ খাতে সহযোগিতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। এ সময় তিনি লেসোথোর রাজাকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান।
লেসোথোর রাজা আমন্ত্রণকে স্বাগত জানিয়ে চলতি বছরের প্রথম প্রান্তিকে বাংলাদেশে একটি উচ্চপর্যায়ের ব্যবসায়িক প্রতিনিধি দল পাঠানোর সম্মতি প্রদান করেন।
উল্লেখ্য, প্রিটোরিয়াতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার শাহ্ আহমেদ শফি লেসোথোতে অনাবাসিক হাইকমিশনারের দায়িত্ব পালন করছেন।

Side banner