যশোরের ঝিকরগাছায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর পাঁচ দফা দাবি আদায়ের লক্ষ্যে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে ঝিকরগাছা বাজার কপোতাক্ষ ব্রিজ সংলগ্নে অনুষ্ঠিত বিক্ষোভ মিছিল ও সমাবেশে সভাপতিত্ব করেন, ঝিকরগাছা উপজেলা জামায়াতের আমির মাওলানা আব্দুল আলীম।
উপজেলা জামায়াতের সেক্রেটারি নজরুল ইসলাম খান‘র সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা জামায়াতের শুরা ও কর্মপরিষদ সদস্য অধ্যাপক মাওলানা আরশাদুল আলম।
২০১৪ সালের নির্বাচন ছিল একতরফা। দিনের ভোট রাতে হয়েছিল। বাংলাদেশের মানুষ সেই নির্বাচন বর্জন করেছিল। বাংলাদেশের মানুষ এরকম নির্বাচন আর দেখতে চাই না। বিগত চারটা নির্বাচনে জনগণের মতামত কোনোভাবেই প্রতিফলিত হয়নি। প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, জুলাই বিপ্লবে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি। ফ্যাসিস্টের পরিবর্তে আরেকটি ফ্যাসিস্ট দেশের মানুষ আর দেখতে চাই না। পিআর পদ্ধতিতে নির্বাচন, জুলাই সনদের আইনি রুপ দেওয়াসহ পাঁচ দফা দাবি পূরণ করতে হবে। বাংলাদেশের ৪৬ শতাংশ মানুষ পিআর পদ্ধতিতে নির্বাচন চায়।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা কর্ম পরিষদ সদস্য ও সাবেক ভাইস চেয়ারম্যান অধ্যাপক জয়নাল আবেদীন, উপজেলা জামায়াতের নায়েবে আমির ও মেয়র প্রার্থী অধ্যাপক হারুনুর রশিদ, উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি শেখ আব্দুর রকিম, পৌর জামায়াতের আমির মাওলানা আব্দুল হামিদ, নাভরণ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জিয়াউল হক, উপজেলা যুব জামায়াতের সভাপতি আবিদুর রহমান।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা কর্মপরিষদ সদস্য, বিভিন্ন ইউনিয়নের আমীর ও সেক্রেটারি, সাংবাদিকসহ বিভিন্ন স্থান থেকে আগত অতিথিবৃন্দ।
আপনার মতামত লিখুন :