Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা মঙ্গলবার, ০৮ অক্টোবর, ২০২৪, ২২ আশ্বিন ১৪৩১

গোপালগঞ্জে ইসলামী যুব আন্দোলনে গণসমাবেশ


দৈনিক পরিবার | গোপালগঞ্জ প্রতিনিধি অক্টোবর ১, ২০২৪, ১১:৪৬ এএম গোপালগঞ্জে ইসলামী যুব আন্দোলনে গণসমাবেশ

গোপালগঞ্জে ইসলামী যুব আন্দোলনের গণ সমাবেশ অনুষ্ঠি হয়েছে। সোমবার দুপুরে শহরের লেগপাড় এলাকায় গোপালগঞ্জ ইসলামী যুব আন্দোলন সদর উপজেলা কমিটি এই গণ সমাবেশের আয়োজন করেন।
গোপালগঞ্জের সকল উপজেলাসহ সদর উপজেলার ২১ ইউনিয়নের ইসলামী যুব আন্দোলনের নেতা কর্মিরা গণ সমাবেশে অংশ গ্রহণ করেন।
গোপালগঞ্জ সদর উপজেলার ইসলামী যুব আন্দোলনের সভাপতি হাফেজ মাওলানা মুস্তাফিজুর রহমানের সভাপতিত্বে গণ সমাবেশে বক্তব্য রাখেন গোপালগঞ্জ ইসলামী যুব আন্দোলনের সভাপতি
মাও, জসিমউদদীনসহ জেলার সকাল উপজেলার নেতা ও সদর উপজেলা ইউনিয়নের নেতারা।
এ সময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নায়েবে আমির ইসলামী আন্দোলন বাংলাদেশের অধ্যক্ষ হাফেজ মাওলানা আব্দুল আউয়াাল, বিশেষ অতিথি হিসেবে কেন্দ্রীয় সদস্য মুফতি ইমরান হুসাইন, ইসলামী আন্দোলন জেলা শাখার সভাপতি ক্বারী তাজুল ইসলাম, সেক্রেটারি মাওলানা তসলিম হুসাইন সিকদার, অ্যাডভোকেট মিজানুর রহমান সহ অনেকে।
বক্তারা বলেন, ছাত্র জনতার গণবিপ্লবে সংঘটিত গণহত্যার বিচার দুর্নীতিবাজদের গ্রেপ্তার অবৈধ সম্পদ বাজেয়াপ্ত ও তাদেরকে নির্বাচনে অযোগ্য ঘোষণা করা এবং পরকালীন মুক্তির লক্ষ্যে ইসলামী সমাজ ভিত্তিক কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার দাবি জানান তারা।

Side banner