Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা মঙ্গলবার, ২০ জানুয়ারি, ২০২৬, ৬ মাঘ ১৪৩২

প্রবাসী লেখক সম্মাননায় ভূষিত কবি সোহেল আহমদ


দৈনিক পরিবার | প্রবাস ডেস্ক জানুয়ারি ১৯, ২০২৬, ০৬:১৭ পিএম প্রবাসী লেখক সম্মাননায় ভূষিত কবি সোহেল আহমদ

বাংলা সাহিত্যে প্রবাস থেকে গুরুত্বপূর্ণ অবদান রাখার স্বীকৃতিস্বরূপ আলোর অন্বেষণ সাহিত্য পদক ২০২৫-এর প্রবাসী লেখক সম্মাননা লাভ করেছেন কবি ও সংগঠক সোহেল আহমদ। আলোর অন্বেষণ সাহিত্য পদক প্রদান বোর্ড জানায়, দূর প্রবাসে অবস্থান করেও বাংলা সাহিত্য ও সংস্কৃতির বিকাশে ধারাবাহিক ও সক্রিয় ভূমিকা রাখার জন্য তাকে এ সম্মাননার জন্য মনোনীত করা হয়।
সিলেট নগরীর দরগাহ গেটের কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদে অনুষ্ঠিত ৬ষ্ঠ আলোর অন্বেষণ বইমেলার মঞ্চে রবিবার (১৮ জানুয়ারি) সন্ধ্যায় আনুষ্ঠানিকভাবে ২০২৫ সালের পদকপ্রাপ্ত লেখকদের হাতে সম্মাননা তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে কবি সোহেল আহমদের পক্ষে তার ছোট ভাই সম্মাননা স্মারক গ্রহণ করেন।
কবি সোহেল আহমদের জন্ম ১১ জানুয়ারি, সিলেটে। তিনি দুই সন্তানের জনক এবং বর্তমানে ফ্রান্সের প্যারিসে বসবাস করছেন। প্রবাসে থেকেও তিনি নিয়মিত সাহিত্যচর্চা ও সামাজিক আন্দোলনে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন।
তিনি জাতীয় কবি কাজী নজরুল ইসলাম সেন্টার, প্যারিস-এর প্রতিষ্ঠাতা সভাপতি। প্রতিষ্ঠানটি সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় অনুমোদিত জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইনস্টিটিউটের স্বীকৃত। এ ছাড়া তিনি জাসাস ফ্রান্সের সাবেক প্রতিষ্ঠাতা সদস্য সচিব, আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদ ইউরোপের সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি এবং সৃষ্টি সাহিত্য পরিষদ গোলাপগঞ্জ, সিলেটের সাবেক সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন।
তার প্রকাশিত কাব্যগ্রন্থের মধ্যে রয়েছে দাবানল (দ্বৈত) (২০১৯), সম্ভবের ডানা (২০২৩) এবং দাবানল (দ্বৈত)-এর দ্বিতীয় সংস্করণ (২০২৪)। সম্পাদনায় রয়েছে যৌথ কাব্যগ্রন্থ যে মৃত্যু বিপ্লবী সে ধ্রুপদী, যা প্রকাশিত হবে ২০২৫ সালে।

Side banner