ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির নির্বাচন ২০২৬-এ বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত হয়েছেন বাংলা মিরর নিউজ ও ঢাকা পোস্টের যুক্তরাজ্য প্রতিনিধি, সাবেক অধ্যক্ষ মুহাম্মদ শাহেদ রাহমান। সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন লন্ডন বিচিত্রার ব্যবস্থাপনা সম্পাদক ও ব্রিজ বাংলা ২৪-এর সাব-এডিটর আব্দুল বাছির।
রবিবার (১৮ জানুয়ারি) বিকেলে পূর্ব লন্ডনের একটি হলরুমে অনুষ্ঠিত ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির বর্তমান সভাপতি, জগন্নাথপুর টাইমসের সম্পাদক, অধ্যাপক সাজিদুর রহমানের সভাপতিত্বে ও সেক্রেটারি, ইকরা বাংলা টিভির উপস্থাপক মিজানুর রহমান মীরুর পরিচালনায় এজিএম ২০২৫ সম্পন্ন হয়। পরে ৩ জন নির্বাচন কমিশনার– সাবেক স্পিকার আহবার হোসেন, সাংবাদিক মোসলেহ উদ্দিন ও সাবেক স্পিকার খালিস উদ্দিন আহমেদের সার্বিক তত্ত্বাবধানে ইউকেবিআরইউ সদস্যদের উপস্থিতিতে নির্বাচন ২০২৬-এর ভোটগ্রহণ সম্পন্ন হয়। ভোটগ্রহণ শেষে সদস্যদের উপস্থিতিতে ভোট গণনা করে বিজয়ী প্রার্থীর নাম ঘোষণা করা হয়।
২০১৭ সালের ৫ জুলাই ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটি প্রতিষ্ঠা হওয়ার পর প্রথমবারের মতো ইসি কমিটি গঠনে নির্বাচন হলো।
ইসি কমিটি ২০২৬ নির্বাচনে বিজয়ীরা হলেন বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত হয়েছেন বাংলা মিরর নিউজ ও ঢাকা পোস্টের যুক্তরাজ্য প্রতিনিধি, সাবেক অধ্যক্ষ মুহাম্মদ শাহেদ রাহমান।
জেনারেল সেক্রেটারি— লন্ডন বিচিত্রার ব্যবস্থাপনা সম্পাদক ও ব্রিজ বাংলা ২৪-এর সাব-এডিটর আব্দুল বাছির। সিনিয়র ভাইস প্রেসিডেন্ট বিজয়ী হন বাংলা গার্ডিয়ানের কন্ট্রিবিউটিং রিপোর্টার এস কে এম আশরাফুল হুদা (প্রাপ্ত ভোট ৪৯)। ভাইস প্রেসিডেন্ট ২ জন নির্বাচিত হন ভাটির কণ্ঠের সম্পাদক ও সুনামগঞ্জ বার্তার রিপোর্টার ইমদাদুল খানম (প্রাপ্ত ভোট ৩০)। বিশ্ববাংলা নিউজ ২৪-এর চেয়ার সাহেদা রহমান (প্রাপ্ত ভোট ২৬)।
অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ৩ জন প্রার্থীর মধ্যে ২ জন নির্বাচিত হন। তারা হলেন এনআরবি ইউকে চ্যানেলের এডিটর ও হবিগঞ্জ এক্সপ্রেসের সম্পাদক এ রহমান অলি (প্রাপ্ত ভোট ৫৪) এবং রেড টাইমসের আসমা মতিন (প্রাপ্ত ৩৯)। অর্গানাইজিং অ্যান্ড ট্রেনিং সেক্রেটারি প্রার্থী ছিলেন ২ জন। বিজয়ী হয়েছেন বাংলা ভিউয়ের রিপোর্টার জান্নাতুল ফেরদৌস ডলি (তার প্রাপ্ত ভোট ৩১)। নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন– লন্ডন বাংলা পোস্টের সম্পাদক ও ভয়েস অব টাওয়ার হ্যামলেটসের রিপোর্টার মিসবাউল হক (তার প্রাপ্ত ভোট ২৪)।
অন্যান্য পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় যারা নির্বাচিত হয়েছেন— ট্রেজারার নির্বাচিত হয়েছেন জগন্নাথপুর টাইমস বার্তা সম্পাদক ও ইউকে বাংলা গার্ডিয়ানের নির্বাহী সম্পাদক মির্জা আবুল কাসেম। অ্যাসিস্ট্যান্ট ট্রেজারার প্রার্থী ছিলেন ২ জন। একজন প্রার্থী নির্বাচনের আগেই প্রার্থিতা প্রত্যাহার করেন। তাতে অ্যাসিস্ট্যান্ট ট্রেজারার পদে অন্য প্রার্থী আনোয়ারুল হক শাহিন নির্বাচিত হন। অন্য কোনো প্রার্থী না থাকায় মিডিয়া অ্যান্ড আইটি সেক্রেটারি নির্বাচিত হন ডায়াল সিলেটের সম্পাদক ও প্রকাশক সুহেল আহমদ। একইভাবে ইভেন্ট ম্যানেজমেন্ট ও ফ্যাসিলিটিজ পদে নির্বাচিত হয়েছেন বাংলা সংলাপের রিপোর্টার ইমরান তালুকদার।
ইসি মেম্বার নির্বাচিত হন ৩ জন সত্যবাণীর কন্ট্রিবিউটিং এডিটর ডক্টর আনসার আহমদ উল্লাহ, জে টাইমস টিভির অধ্যাপক মো. সাজিদুর রহমান ও ইকরা বাংলা টিভির উপস্থাপক মিজানুর রহমান মীরু।
উল্লেখ্য, ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির ২০২৬ সালের ইসি কমিটির নির্বাচনে ১৫টি পদের বিপরীতে মনোনয়নপত্র দাখিল করেছিলেন ২১ জন সদস্য।
নির্বাচন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির নবনির্বাচিত সভাপতি মুহাম্মদ শাহেদ রাহমান বলেন, প্রগতিশীল চিন্তা-চেতনায় বিশ্বাসী সাংবাদিকদের ঐক্য, অপ-সাংবাদিকতা প্রতিরোধ ও প্রকৃত সাংবাদিকদের নিয়ে সবার প্রচেষ্টায় বস্তুনিষ্ঠ সংবাদ প্রেরণের লক্ষ্যে গ্রেট ব্রিটেনে সুন্দর, শান্তিময় সমাজ বিনির্মাণে সাধ্যমতো অগ্রণী ভূমিকা পালন করব।








































আপনার মতামত লিখুন :