লালমনিরহাট জেলা পরিষদ উপনির্বাচনে চেয়ারম্যান পদে মোঃ আবু বক্কর সিদ্দিক (মোবাইল ফোন) প্রতীকে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। বুধবার (৩ এপ্রিল) দুপুরে লালমনিরহাট জেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার মোঃ লুৎফুল কবীর সরকার তার কার্যালয়ে এ ফলাফল ঘোষণা করেন।
লালমনিরহাট জেলা পরিষদ উপনির্বাচনের ৬টি কেন্দ্রের মধ্যে চেয়ারম্যান প্রার্থী মোঃ আবু বক্কর সিদ্দিক (মোবাইল ফোন) প্রতীকে ২শত ৮২টি ভোট পান। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী সফুরা বেগম (কাপ-পিরিচ) প্রতীকে ২শত ৭৩টি ভোট পান।
চেয়ারম্যান প্রার্থী মোঃ আবু বক্কর সিদ্দিক মোবাইল ফোন প্রতীকে ৯টি ভোট বেশি পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
এছাড়াও মোটর সাইকেল প্রতীকে মোঃ মমতাজ আলী ৫৮টি, চশমা প্রতীকে মোঃ আশরাফ হোসেন বাদল ৭টি, আনারস প্রতীকে মোঃ নজরুল হক পাটোয়ারী ভোলা ০ (শূন্য) টি ভোট পেয়েছেন।
আপনার মতামত লিখুন :