Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা মঙ্গলবার, ০৮ অক্টোবর, ২০২৪, ২২ আশ্বিন ১৪৩১
সভাপতি বাবু সম্পাদক সাহেদুল

লালমনিরহাটে ইউপি প্রশাসনিক কর্মকর্তা সমিতির নির্বাচন অনুষ্ঠিত


দৈনিক পরিবার | ওয়াদুদ আহমেদ মিলু সেপ্টেম্বর ২৮, ২০২৪, ০৭:৪৪ পিএম লালমনিরহাটে ইউপি প্রশাসনিক কর্মকর্তা সমিতির নির্বাচন অনুষ্ঠিত

লালমনিরহাটে ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা সমিতির ত্রিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে আগামী তিন বছরের জন্য মোঃ জাহাঙ্গীর আলম বাবু সভাপতি ও মোঃ সাহেদুল ইসলাম সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন।
শনিবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে লালমনিরহাট শহরের মুনস্টার হোটেলের মিলনায়তনে ইউপি প্রশাসনিক কর্মকর্তা আশরাফ মিলনের সঞ্চালনায় এ সম্মেলনে প্রধান অতিথি ছিলেন সংগঠনটির কেন্দ্রীয় সমন্বয় কমিটির সদস্য ও রংপুর জেলা সভাপতি আশরাফ উদ্দিন বাবু। এসময় আমন্ত্রনিত অতিথি ছিলেন কেন্দ্রীয় সমন্বয় কমিটির সদস্য সচিব মোঃ আব্দুল্লা আল মোমিন, রংপুর জেলা সাধারণ সম্পাদক ইলিয়াস হোসেন, বগুড়া জেলার সহ-সভাপতি মোঃ সাজেদুল ইসলাম, রংপুর জেলার অর্থ সম্পাদক মোজাহারুল ইসলাম বিপ্লব, রংপুর জেলার দপ্তর সম্পাদক নুরুন্নবী ইসলাম প্রমুখ।
বাংলাদেশ ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা সমিতি লালমনিরহাট জেলার সাবেক সভাপতি মোঃ সিরাজুল হকের সভাপতিত্বে অনুসরণ সম্মেলনে সাংগঠনিক সম্পাদক পদে মোঃ শাইফুল ইসলাম মন্ডল, অর্থ সম্পাদক পদে মোঃ সফিকুল ইসলাম ,দপ্তর সম্পাদক পদে মোঃ  আব্দুর রাজ্জাক, প্রচার সম্পাদক মোঃ আজহারুল ইসলাম আতিক নির্বাচিত হয়েছেন।
সম্মেলনে প্রধান অতিথি ও আমন্ত্রণিত অতিথিবৃন্দ ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তাদের নানাদিক নির্দেশনা মুলক বক্তব্য এবং নবনির্বাচিত নেতৃত্বদেরকে ইউপি প্রশাসনিক কর্মকর্তাদের কল্যাণে কাজ করার আহবান জানান।
এসময় লালমনিরহাটের সকল ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

Side banner