ভারতের মহারাষ্ট্রের হিন্দু পুরোহিত রামগিরি মহারাজ ও বিজেপি সাংসদ নিতেশ নারায়ণ কর্তৃক হযরত মোহাম্মদ সাঃ ও তার স্ত্রী হযরত আয়েশা (রাঃ)সম্পর্কে কটুক্তির প্রতিবাদে মিছিল ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৩০ সেপ্টেম্বর) ঝিকরগাছা উপজেলা ইমাম পরিষদ ও সর্ব স্তরের নবী প্রেমিক মুসল্লিদের আয়োজনে যশোর বেনাপোল মহাসড়কের ব্রিজ সংলগ্ন চত্বরে এই মহাসমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ সমাবেশে হুশিয়ারি উচ্চারণ করে বক্তব্য রাখেন ঝিকরগাছা উপজেলা ইমাম পরিষদের সেক্রেটারি মুফতি মাওলানা আকবর হোসাইন।তিনি বলেন সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব গোটা মুসলিম জাতির মুক্তির পথপ্রদর্শক হযরত মুহাম্মদ মোস্তফা(সঃ) ছিলেন নিষ্পাপ ও ফুলের মত পবিত্র। কোন কালিমা তার চরিত্র স্পর্শ করতে পারে নাই। বিক্ষোভ সমাবেশে তিনি কয়েকটি দাবি তুলে ধরে বলেন, রামগিরি মহারাজ ও নিতেষ নারায়ণকে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে।তা না হলে বৃহত্তম সংখ্যাগরিষ্ঠ মুসলিম রাষ্ট্র বাংলাদেশ হতে ভারতের দূতাবাস প্রত্যাহার করতে হবে। নবীর দুশমন ভারতের সকল পণ্য সামগ্রী বয়কট করতে হবে।ধর্ম অবমাননার প্রতিরোধে ইন্টারন্যাশনাল ব্ল্যাকপ্রেমী আইন পাস করতে হবে।
বিক্ষোভ সমাবেশে বক্তব্য পেশ করেন বাস স্ট্যান্ড জামে মসজিদের ইমাম ও খতিব ঝিকরগাছা উপজেলা ইমাম পরিষদের সহ-সভাপতি মাওলানা আব্দুস শুকুর,জামিয়া আরাবিয়া কওমি বালক বালিকা মাদ্রাসার পরিচালক ইব্রাহিম খলিল,কৃষ্ণনগর কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা ইসহাক মাযহারী, ঝিকরগাছা দারুল উলুম কামিল মাদ্রাসার অধ্যক্ষ হাফেজ মাওলানা মহিবুল্লাহ, বি এম হাই স্কুলের প্রধান শিক্ষক মোঃ আব্দুস সামাদ, মোবারকপুর কেন্দ্রীয় জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা আব্দুর রশিদ।
এছাড়া আরো বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ঝিকরগাছা উপজেলা শাখার আমির সহকারি অধ্যাপক হারুন অর রশিদ।
এ সময় উপস্থিত ছিলেন, মাওলানা সদর উদ্দিন, মুফতি ইবাদুর রহমান,মাওলানা মাহমুদুল হাসান, মুফতি শামীম মাহমুদ, মুফতি রবিউল ইসলাম, হাফেজ মাওলানা মুশফিকুর রহমান, ক্বারী মাওলানা নাজমুল হুদা সহ ঝিকরগাছা ও পার্শ্ববর্তী এলাকার শতাধিক মসজিদের ইমাম ও খতিব এবং নবী প্রেমিক মুসল্লিবৃন্দ।
বিক্ষোভ সমাবেশ শেষে উপজেলা মোড় চত্বরে দোয়া ও মোনাজাতের মাধ্যমে এ অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন ঝিকরগাছা ইমাম পরিষদের সভাপতি হাফেজ মাওলানা আব্দুল্লাহ।
আপনার মতামত লিখুন :