Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
শান্তিরক্ষা মিশনে যোগ দিতে

ঢাকা ছাড়লেন ১৪০ পুলিশ সদস্য


দৈনিক পরিবার | স্টাফ রিপোর্টার ফেব্রুয়ারি ১৮, ২০২৩, ০১:৪১ পিএম ঢাকা ছাড়লেন ১৪০ পুলিশ সদস্য

বাংলাদেশ পুলিশের ১৪০ জন সদস্য মালিতে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে যোগ দিতে ঢাকা ছেড়েছেন। শুক্রবার ইথিওপিয়ান এয়ারলাইন্সের বিশেষ ফ্লাইটে পশ্চিম আফ্রিকার দেশ মালির উদ্দেশ্যে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেছেন তারা।
এ সময় পুলিশ সদর দপ্তরের ডিআইজি রুহুল আমিন এবং ওভারসিস অ্যান্ড ইউএন অপারেশনস্ উইংয়ের কর্মকর্তারা তাদের বিদায় জানান।
পুলিশ সুপার মো. মহিদুল ইসলামের নেতৃত্বে এর নবম রোটেশনের ৭০ জন এবং পুলিশ সুপার মো. শহিদুল্লাহ কাওছারের নেতৃত্বে ২ এর পঞ্চম রোটেশনে ৭০ জন পুলিশ সদস্য রয়েছেন।
মানবতার কল্যাণ ও বিশ্বশান্তি প্রতিষ্ঠার অঙ্গীকারে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ পুলিশের অংশগ্রহণ শুরু হয় ১৯৮৯ সালে। গত তিন দশকে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের ম্যান্ডেট বাস্তবায়নে বাংলাদেশ পুলিশের নিষ্ঠাবান সদস্যদের পেশাদারিত্ব এবং কর্মদক্ষতা আন্তর্জাতিক পরিমণ্ডলে বিশ্ববাসীর অকুণ্ঠ প্রশংসা অর্জন করেছে।

 

Side banner