শেরপুরের শ্রীবরদীতে অসুস্থ মাকে ফেলে রাখার খবর জাতীয় অনলাইন ঢাকা পোস্টে প্রকাশের পর পরই বৃদ্ধা জুলেখা বেওয়ার খোঁজ নিতে তার বাড়িতে যান উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শেখ জাবের আহমেদ।
সোমবার (১১ আগস্ট) বিকেলে তিনি কুড়িকাহনীয়া ইউনিয়নের চিথলিয়াপাড়া গ্রামে অসহায় বৃদ্ধার সার্বিক খোঁজখবর নেন এবং তাৎক্ষণিকভাবে শুকনো খাবারসহ (চাল, ডাল, তেল, চিনি, মসলা) সহায়তা দেন। এ সময় স্থানীয় ইউপি চেয়ারম্যান ফিরোজ খান নুন উপস্থিত ছিলেন।
ইউএনও শেখ জাবের আহমেদ বলেন, খবর প্রকাশের পর বিকেলে আমি নিজেই খোঁজ নিতে গিয়েছিলাম। গিয়ে দেখি খবর প্রকাশের পর বৃদ্ধার ছোট ছেলের স্ত্রী তাকে ভাঙা ঘর থেকে নিয়ে বিল্ডিং ঘরে রেখেছে এবং মোটামুটি ভালোভাবেই সেবা দিচ্ছে।
সরকারি সহযোগিতার বিষয়ে তিনি আরও বলেন, তার ছেলের বৌকে বলে এসেছি জুলেখা বেওয়া যে বয়স্কভাতা পাচ্ছে সেটি যেন বৃদ্ধার জন্য খরচ করা হয়। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তার জন্য আরও কিছু করা যায় কিনা সেটার বিষয় আমরা দেখব।
এর আগে ঢাকা পোস্টে ‘অসুস্থ মাকে ফেলে গেছে দুই ছেলে, ভাঙা ঘরে মাটিতে শুয়ে দিন কাটে বৃদ্ধার’ শিরোনামে খবর প্রকাশিত হলে বিষয়টি স্থানীয় প্রশাসনের নজরে আসে।
আপনার মতামত লিখুন :