পাবনায় শহিদ দিবস ও আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস পালন উপলক্ষে প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৭ ফেব্রুয়ারি) সকালে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় ২১ ফেব্রুয়ারি রাত ১২.০১ মিনিটে শহিদ মিনারে পুষ্পার্ঘ অর্পন, দিনব্যাপী আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, রচনা ও কবিতা প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ, দোয়া মাহফিলসহ বিভিন্ন কর্মসুচী পালনের সিদ্ধান্ত গৃহীত হয়।
জেলা প্রশাসক মুহাম্মদ আসাদুজ্জামানের সভাপতিত্বে প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ হাসান, ডিডিএলজি সাইফুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক শরীফ আহমেদ, পাবনা প্রেসক্লাবের সভাপতি এবিএম ফজলুর রহমান, সংবাদপত্র পরিষদ সভাপতি আব্দুল মতীন খান, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সৈকত আফরোজ আসাদ, বাসস প্রতিনিধি রফিকুল ইসলাম সুইট, বীর মুক্তিযোদ্ধা চন্দন কুমার চক্রবর্তী, বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ, জেলা সমাজ সেবা কার্যালয়ের উপ পরিচালক রাশেদুল কবীর, এলজিইডির নির্বাহী প্রকৌশলী আনিসুর রহমান মন্ডল, গণপুর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মোস্তাফিজুর রহমান, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী দিপক কুমার, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী আতিকুল ইসলাম, পাসপোর্ট অধিদপ্তরের এডি মাজহারুল ইসলাম, জেল সুপার নাসির উদ্দিন প্রধান, বিএডিসি’র এডি (বীজ) রফিকুল ইসলাম, সিনিয়র তথ্য কর্মতকর্তা মো. সামিউল আলম, বিসিকের ডিজিএম রফিকুল ইসলাম ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব প্রলয় চাকী।
আপনার মতামত লিখুন :