Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা বৃহস্পতিবার, ০১ জানুয়ারি, ২০২৬, ১৮ পৌষ ১৪৩২

দ্রব্য মূল্য নিয়ন্ত্রণে রাখতে ঝালকাঠিতে কৃষকের বাজার ‘স্বস্তি’


দৈনিক পরিবার | মশিউর রহমান রাসেল নভেম্বর ১৩, ২০২৪, ০৬:৩৪ পিএম দ্রব্য মূল্য নিয়ন্ত্রণে রাখতে ঝালকাঠিতে কৃষকের বাজার ‘স্বস্তি’

দ্রব্য মূল্য নিয়ন্ত্রণে রাখতে ঝালকাঠিতে শুরু হয়েছে কৃষকের বাজার ‘স্বস্তি’। এখানে সরাসরি কৃষক তাদের জমিতে উৎপাদিত পণ্য নিয়ে এসে সাধারণ মানুষের কাছে বিক্রি করছেন। 
বুধবার (১৩ নভেম্বর) সকালে ঝালকাঠি সদর উপজেলা পরিষদ চত্ত্বরে এ বাজারের উদ্বোধন করেন ঝালকাঠির জেলা প্রশাসক আশরাফুর রহমান। 
এ সময় পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায়, অতিরিক্ত জেলা প্রশাসক মো. কাওছার হোসেন উপস্থিত ছিলেন। 
ঝালকাঠি সদর উপজেলা প্রশাসন এ বাজার তত্ত্বাবধায়নে রয়েছে। এখানে কৃষকের কাছ থেকে ক্রেতারা সরাসরি কৃষিপণ্য ক্রয় করতে পারছেন। বাজারের চেয়ে কম মূল্যে সবজি সহ অন্যান্য নিত্য প্রয়োজনীয় পণ্য কিনতে পেরে খুশী ক্রেতারা। 
জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের পক্ষ থেকে কৃষকদের সার্বিক সহযোগিতা করা হবে বলে জানানো হয়েছে।

Side banner