Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা রবিবার, ৩১ আগস্ট, ২০২৫, ১৬ ভাদ্র ১৪৩২

বোরো চাষ করতে না পারায় হতাশায় মনিরামপুরের কৃষক 


দৈনিক পরিবার | মাসুদ রায়হান জানুয়ারি ২৪, ২০২৫, ০৯:৩০ পিএম বোরো চাষ করতে না পারায় হতাশায় মনিরামপুরের কৃষক 

যশোরের মনিরামপুর উপজেলার জিয়ালদা বিলে বোরো চাষ করতে পারছেনা এই বিলের কৃষকেরা। যার ফলে হতাশা আর দুশ্চিন্তায় দিন পার করছে হাজার হাজার কৃষক। 
কৃষক নিছার আলী বলেন, এখনো অনেকের উঠানে পানি। বিলের মৎস্য বেড়িবাঁধের উপর হাটু পানি বা কোথাও কোমর পানি। এই শুকনো মৌসুমী এতো পানি কেন জানতে চাইলে বলেন, আমাদের বিল সহ ২৭ বিলের পানি নিস্কাসনের জন্য ডায়ের খাল নামক সুইস গেট গিয়ে পানি নিস্কাসন হয়ে থাকে কিন্তু সেই গেইট দিয়ে যে পরিমাণ পানি নিস্কাসন হচ্ছে তাতে আগামী চৈত্র বৈশাখ মাসেও আমাদের বিলের পানি সরবে কিনা সন্দেহ আছে। 
বিলে অতিরিক্ত পানি আর ডায়ের খাল নামক সুইস গেট গিয়ে পানি না ভালো করে না সরার কারণে এবছর আমার আমাদের জিয়ালদা বিলে বোর চাষ করতে পারছি না। ফলে আমাদের বিলের চারপাশের জমির মালিক সহ সকল কৃষকদের মধ্যে চরম হতাশা আর দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। 

Side banner