Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা বুধবার, ৩০ এপ্রিল, ২০২৫, ১৭ বৈশাখ ১৪৩২

পঞ্চগড়ে বাস কাউন্টারে অতিরিক্ত ভাড়ায় জরিমানা


দৈনিক পরিবার | নাজমুস সাকিব মুন মার্চ ৩০, ২০২৫, ০১:৩৬ এএম পঞ্চগড়ে বাস কাউন্টারে অতিরিক্ত ভাড়ায় জরিমানা

ঈদযাত্রা নির্বিঘ্ন ও নিরাপদ করতে পঞ্চগড়ে জেলা প্রশাসন ও বিআরটিএর যৌথ উদ্যোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। শনিবার দুপুরে জেলা শহরের বিভিন্ন এলাকায় এই অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসকের কার্যালয়ের নেজারত ডেপুটি কালেক্টর আমিনুল হক তারেক।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সড়ক দুর্ঘটনা প্রতিরোধ ও যাত্রীদের নিরাপদ যাত্রা নিশ্চিত করতে এবছর প্রশাসনের পক্ষ থেকে বিশেষ কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। সড়কে সচেতনতা বৃদ্ধির পাশাপাশি মোটরসাইকেলের বেপরোয়া গতি, অপ্রাপ্তবয়স্ক চালকদের গাড়ি চালনা ও মহাসড়কে গ্রামীণ যানবাহন চলাচল নিয়ন্ত্রণে অভিযান পরিচালিত হয়। এ সময় বিভিন্ন যানবাহনের ফিটনেস, রেজিস্ট্রেশন ও চালকদের লাইসেন্স পরীক্ষা করা হয়।
এছাড়া বাস কাউন্টারে অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগে বুড়িমারী এক্সপ্রেস, হানিফ পরিবহন, শ্যামলী এন্টারপ্রাইজ এবং মামুন এন্টারপ্রাইজের টিকেট কাউন্টারকে মোট ১৫,৫০০ টাকা জরিমানা করা হয়।
অভিযানে বিআরটিএ, পুলিশ প্রশাসন ও সেনাবাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। বিআরটিএ’র মোটরযান পরিদর্শক হিমাদ্রী ঘটক জানান, ঈদ উপলক্ষে জেলা প্রশাসনের নির্দেশনা অনুযায়ী বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে, যাতে যাত্রীদের যাত্রা নির্বিঘ্ন হয়।
পঞ্চগড় জেলা প্রশাসকের নেজারত ডেপুটি কালেক্টর ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আমিনুল হক তারেক জানান, ঈদযাত্রায় শৃঙ্খলা বজায় রাখতে এবং অতিরিক্ত ভাড়া আদায় বন্ধে অভিযান অব্যাহত থাকবে।

Side banner