Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা মঙ্গলবার, ১৩ মে, ২০২৫, ৩০ বৈশাখ ১৪৩২
সাউন্ড বক্স সংযোগ দিতে গিয়ে

হোমনায় বিদ্যুৎস্পৃষ্টে যুবক নিহত


দৈনিক পরিবার | হোমনা প্রতিনিধি ফেব্রুয়ারি ২৪, ২০২৩, ০৭:২২ পিএম হোমনায় বিদ্যুৎস্পৃষ্টে যুবক নিহত

কুমিল্লার হোমনায় বিয়ে বাড়িতে বিদ্যুৎস্পষ্ট হয়ে মো. জুয়েল নামে ১৮ বছরের এক যুবক নিহত হয়েছে। নিহত জুয়েল উপজেলার আসাদপুর ইউনিয়নের পাথালিয়াকান্দি গ্রামের মৃত মো. সুদন মিয়ার মেয়ের ঘরের নাতি ও মো. হেলাল মিয়ার বড় ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার ২৩ শে ফেব্রুয়ারি সন্ধ্যায় পাথালিয়াকান্দি উত্তর পাড়া বিয়ে বাড়ির অনুষ্ঠানে সাউন্ড বক্স লাইন ম্যান কাজ করার সময় বিদ্যুতের তারে জড়িয়ে পড়ে আহত হয়। এরপর স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরতর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এছাড়া পরিবারের সন্দেহ হলে তাকে মেঘনা হাসপাতালে নিয়ে গেলেও সেখানে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে হোমনা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. সাইফুল ইসলাম জানান, নিহত পরিবারের কোন ধরনের অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই পরিবারের নিকট লাশ হস্তান্তর করার পর অপমৃত্যু মামলা হয়েছে।

Side banner