Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা বৃহস্পতিবার, ১৫ মে, ২০২৫, ৩১ চৈত্র ১৪৩২
শিশুটিকে বাঁচাতে সাহায্যের আবেদন

উলিপুরের ছোট শিশু কৃষ্ণ বাবু ব্লাড ক্যান্সারে আক্রান্ত


দৈনিক পরিবার | মো. রফিকুল ইসলাম মে ১৪, ২০২৫, ১০:২২ পিএম উলিপুরের ছোট শিশু কৃষ্ণ বাবু ব্লাড ক্যান্সারে আক্রান্ত

কুড়িগ্রামের উলিপুর উপজেলাধীন দুর্গাপুর ইউনিয়নের চন্ডিজান গোপিনাথপুর কুয়াতী পাড়া এলাকার দিনমজুর শ্রী বাবলু বর্মনের ৪ বছর ২ মাস বয়সী শিশু শ্রী কৃষ্ণ বাবু দুরারোগ্য ব্যাধী ব্লাড ক্যান্সারে আক্রান্ত হয়েছে। 
শিশু কৃষ্ণ বাবু বর্তমানে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। দরিদ্র পরিবারের পক্ষে দুরারোগ্য ব্যাধী ক্যান্সারের চিকিৎসার ব্যয়ভার বহন করা খুবই কষ্টকর। চিকিৎসকরা রোগীর পরিবারকে জানিয়েছে যে, শিশু কৃষ্ণ বাবুর চিকিৎসার জন্য প্রায় ১২ লক্ষ টাকার প্রয়োজন। এতো বড় অংকের আর্থিক ব্যয় বহন করা রোগীর পরিবারের পক্ষে সম্ভব হয়ে উঠছে না। 
মানুষ মানুষের জন্য, মানবতার পক্ষে শিশু কৃষ্ণ বাবুর উন্নত চিকিৎসার জন্য সমাজের বৃত্তবানরা সাহায্য পাঠাতে রোগীর বাবার মোবাইল নম্বর ০১৭৪৪৮৬৭৩১৮ তে যোগাযোগ করার অনুরোধ করা হয়েছে। সমাজের সকলের সামান্য আর্থিক সহযোগিতাই পারে দুরারোগ্য ব্যাধী ক্যান্সারে আক্রান্ত শিশু কৃষ্ণ বাবু জীবন বাঁচাতে। 

Side banner