ছোটো বাবু জাদু সোনা
শীত লাগছে গায়ে
জামা গায়ে চুপটি বেঁধে
জুতা আছে পায়ে,
খোকা খাবে ভাপা পিঠা
তাই ধরেছে বায়না
ভোরে শিশিরের শীত
বসন্তে সে পায় না।
শীত আসছে ডানা মেলে
ভোরে ভাপা পিঠা,
থালায় পিঠা ধোঁয়া উড়ে
খেতে বড্ড মিঠা।
ঘাসে ভেজা ভোরে খোকা
আজ বেজায় খুশি,
পিঠা খেতে চলে এলো
পোশা মিনি পিসি।
তানি তাসি তাজি রাবি,
তারাও বসে খাই,
থেকে থেকে ভাপা পিঠা
উৎসবে ফুরায়।
পিঠা মেলা বিদায় দিয়ে
পাঠে দিলো মন।
পিঠা ছড়াছড়ি মেলায়
আসিবে স্বজন।








































আপনার মতামত লিখুন :