Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা মঙ্গলবার, ১৩ মে, ২০২৫, ৩০ বৈশাখ ১৪৩২
ক্ষতির পরিমাণ ৫ লক্ষাধিক

বোয়ালমারীতে ভয়াবহ অগ্নিকাণ্ড


দৈনিক পরিবার | বোয়ালমারী প্রতিনিধি মার্চ ৩, ২০২৩, ১১:১০ পিএম বোয়ালমারীতে ভয়াবহ অগ্নিকাণ্ড

ফরিদপুরের বোয়ালমারীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ঘরের আসবাবপত্র সহ মাঠের ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার দাঁদপুর গ্রামে।
বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। আগুন লাগার পরপরই প্রতিবেশীরা এসে অনেক কষ্টে আগুন নিয়ন্ত্রণে আনে। ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ৫ লাখ টাকা। আগুনে কেউ মারা যায়নি, তবে ৫ জন আহত হয়েছে। আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।  
খবর পেয়ে দাদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোশারোফ হোসেন মোশা ছুটে আসেন। আগুনে পুড়ে যাওয়া বাড়িটি দেখে সাথে সাথেই ক্ষতিগ্রস্তদের নগদ আর্থিক সহযোগিতা করেন। পরবর্তীতে আবারও সহযোগিতার আশ্বাস দেন। এসময় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

 

Side banner