Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা মঙ্গলবার, ১৩ মে, ২০২৫, ৩০ বৈশাখ ১৪৩২

বাঞ্ছারামপুরে ইউএনওর প্রেস ব্রিফিং


দৈনিক পরিবার | ফজলে রাব্বি রিফাত মার্চ ২০, ২০২৩, ১০:৩৫ পিএম বাঞ্ছারামপুরে ইউএনওর প্রেস ব্রিফিং

ব্রাক্ষণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার সাংবাদিক ও বিভিন্ন পেশাজীবী মানুষের সাথে উপজেলা  নির্বাহী কর্মকর্তার প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২০ মার্চ) উপজেলা প্রশাসন মিলনায়তনে সকাল ১১টায় বাঞ্ছারামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা এ কি মিত্র চাকমার সভাপতিত্বে এ প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়।
প্রধানমন্ত্রী কার্যালয়ের অধীনস্থ সরকারের বিশেষ প্রকল্প “আশ্রয়ণ প্রকল্প-২” আগামী ২২ মার্চ প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে জমি ও গৃহ প্রদান কার্যক্রমের শুভ উদ্ধোধন এবং বাঞ্ছারামপুর উপজেলাকে ভূমিহীন ও গৃহহীন মুক্ত উপজেলা ঘোষণা উপলক্ষে এ সভা আয়োজন করা হয়।
প্রেস ব্রিফিং অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কাজী আতিকুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান সায়েদুল ইসলাম ভুইঁয়া বকুল, মহিলা ভাইস চেয়ারম্যান জলি আমির, দৈনিক ইত্তেফাকের উপজেলা প্রতিনিধি এম এ আউয়াল, আজকের পত্রিকার প্রতিনিধি শাহীন আহাম্মেদ সাজু, দৈনিক বাংলাদেশ প্রতিদিনের আতাউর রহমান সনেট, ভোরের পাতার প্রতিনিধি জুনায়েদ আহামেদ তিতাস, দৈনিক আলোকিত সকালের সেলিম রেজা প্রমুখ।

Side banner