Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা বৃহস্পতিবার, ৩১ জুলাই, ২০২৫, ১৬ শ্রাবণ ১৪৩২
বৃত্তি পরীক্ষার অধিকার নিশ্চিতের দাবিতে

ফুলবাড়ীতে কিন্ডারগার্টেন শিক্ষার্থীদের মানববন্ধন


দৈনিক পরিবার | প্লাবন শুভ জুলাই ৩০, ২০২৫, ০৭:৩৪ পিএম ফুলবাড়ীতে কিন্ডারগার্টেন শিক্ষার্থীদের মানববন্ধন

‘জুলাই বিপ্লবের বাংলায়, বৈষম্যের ঠাঁই নাই’ শীর্ষক প্রতিপাদ্যকে সামনে রেখে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ চেয়ে দিনাজপুরের ফুলবাড়ীতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছে কিন্ডারগার্টেন শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকরা।
বুধবার (৩০ জুলাই) সকাল সাড়ে ১০টায় ফুলবাড়ী কিন্ডারগার্টেন ঐক্য পরিষদের উদ্যোগে পৌর শহরের নিমতলা মোড়ে ঘণ্টাব্যাপী এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।
সড়কের পাশে ব্যানার-ফেস্টুন হাতে নিয়ে মানববন্ধনে অংশ নেয় উপজেলার ৩৯টি কিন্ডারগার্টেন স্কুলের প্রায় পাঁচ শতাধিক শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও পরিচালকবৃন্দ।
মানববন্ধন কর্মসূচিতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আনিছুর রহমান এবং সঞ্চালনা করেন সহ-সভাপতি রফিকুল ইসলাম হেলাল।
এতে বক্তব্য রাখেন উপদেষ্টা আলতাফ হোসেন, সাইফুল ইসলাম, এস.এম. আব্দুল্লাহ আখতারুজ্জামান, সহ-সভাপতি গনেশ চন্দ্র সাহা, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জুলফিকার আলী, কোষাধ্যক্ষ সাজেদুর রহমানসহ আরও অনেকে।
বক্তারা বলেন, “শিক্ষা কোনো সুযোগ নয়, এটা মৌলিক অধিকার। কিন্ডারগার্টেন শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষার বাইরে রাখা মানেই হাজারো মেধাবী শিক্ষার্থীর স্বপ্ন ভেঙে দেওয়া।”
তারা আরও বলেন, “জুলাই আন্দোলনে যারা বৈষম্যহীন সমাজের জন্য রক্ত দিয়েছিল, আজও সেই বৈষম্য শিক্ষাক্ষেত্রে বহমান। সকল শিক্ষার্থীকে সমান সুযোগ না দিলে তা হবে একটি অনৈতিক সিদ্ধান্ত।”
মানববন্ধন শেষে ফুলবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইসাহাক আলীর মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি হস্তান্তর করা হয়।
স্মারকলিপিতে উল্লেখ করা হয়, দেশের প্রায় ৫০ হাজার বেসরকারি কিন্ডারগার্টেন ও সমমানের শিক্ষা প্রতিষ্ঠান বহু বছর ধরে প্রাথমিক শিক্ষায় গুরুত্বপূর্ণ অবদান রাখছে। অথচ ১৭ জুলাই প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের জারি করা পরিপত্রে এসব প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে, যা গভীর বৈষম্যমূলক ও অমানবিক সিদ্ধান্ত।
অবিলম্বে ওই পরিপত্র বাতিল করে পূর্বের নিয়মে কিন্ডারগার্টেন শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ নিশ্চিত করার জন্য সরকারের প্রতি জোর দাবি জানান অংশগ্রহণকারীরা। 

Side banner