Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা শুক্রবার, ০১ আগস্ট, ২০২৫, ১৭ শ্রাবণ ১৪৩২

পাবনায় কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ 


দৈনিক পরিবার | মো. নুরুন্নবী জুলাই ২৯, ২০২৫, ০৮:০১ পিএম পাবনায় কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ 

পাবনা সদর উপজেলায় “পারফরমেন্স বেজড গ্রান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশনস স্কিম (এসইডিপি)” কার্যক্রমের আওতায় এক বর্ণাঢ্য পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৯ জুলাই) সকাল ১১টায় পাবনা সদর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা মাধ্যমিক শিক্ষা ও জেলা শিক্ষা অফিসের আয়োজনে এ পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।
পাবনা সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ নাহারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন পাবনা জেলা শিক্ষা অফিসার মোঃ আব্দুর রাজ্জাক, পাবনা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার প্রিন্সিপাল ইকবাল হোসেন, সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ হাফিজুর রহমান, ইমাম গাযযালী গার্লস স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ সুরাইয়া সুলতানা, প্রেসক্লাব পাবনার সাধারণ সম্পাদক রফিকুল আলম রঞ্জু।
অনুষ্ঠানে বক্তারা বলেন, মেধাবী হওয়ার পাশাপাশি শিক্ষার্থীদের চরিত্রবান মানুষ হতে হবে। তবেই আমাদের সমাজ ও দেশ সামনের দিকে এগিয়ে যাবে। তারা আরো বলেন যারা মেধা তালিকায় এগিয়ে তাদের সবাই অনুকরণ করতে চায়, তাই মেধাবী শিক্ষার্থীদের প্রতিটি কাজ ভেবেচিন্তে নৈতিকতার সাথে করতে হবে। 
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে জেলার বিভিন্ন মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের শ্রেষ্ঠ পারফরম্যান্সকারী প্রতিষ্ঠানসমূহের প্রধান শিক্ষক, শিক্ষার্থী ও সংশ্লিষ্টদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। এসময় শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী ও বিভিন্ন পর্যায়ের সরকারি কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
এই কর্মসূচির মাধ্যমে মাধ্যমিক শিক্ষার মানোন্নয়নে অবদানের স্বীকৃতি দেওয়া হয় এবং শিক্ষা প্রতিষ্ঠান সমূহকে আরও গুণগত মানসম্পন্ন শিক্ষাদানে উৎসাহিত করা হয়।

Side banner