Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা বৃহস্পতিবার, ৩১ জুলাই, ২০২৫, ১৬ শ্রাবণ ১৪৩২

মন্ত্রণালয়ের প্রচার কার্যক্রম জোরদার করার আহ্বান


দৈনিক পরিবার | নিজস্ব প্রতিবেদক জুলাই ৩০, ২০২৫, ১১:১৭ পিএম মন্ত্রণালয়ের প্রচার কার্যক্রম জোরদার করার আহ্বান

প্রধান তথ্য কর্মকর্তা মো. নিজামূল কবীর সকল মন্ত্রণালয়ের প্রচার কার্যক্রম আরও জোরদার করতে নির্দেশ দিয়েছেন। বুধবার (৩০ জুলাই) সচিবালয়ে তথ্য অধিদফতরের সম্মেলন কক্ষে বিভিন্ন মন্ত্রণালয়ে সংযুক্ত তথ্য ও জনসংযোগ কর্মকর্তাদের সাথে এক মতবিনিময় সভায় এই নির্দেশনা দেন তিনি।
প্রধান তথ্য কর্মকর্তা বলেন, বর্তমান সময়ে সকল মন্ত্রণালয়ের প্রতিটি সেক্টরে ব্যাপক উন্নয়নমূলক ও সংস্কার কার্যক্রম পরিচালিত হচ্ছে। কিন্তু সে অনুযায়ী বিভিন্ন গণমাধ্যমে তার প্রতিফলন না ঘটায় জনগণ বর্তমান সরকারের কার্যক্রম সম্পর্কে জানতে পারছে না। এ বিষয়ে বিভিন্ন মন্ত্রণালয়ে সংযুক্ত জনসংযোগ কর্মকর্তাদের আরও আন্তরিক ও একনিষ্ঠভাবে নিজ নিজ মন্ত্রণালয়ের এ সকল সংস্কার ও উন্নয়নমূলক কার্যক্রম ব্যাপকভাবে প্রচারের ব্যবস্থা গ্রহণ করার আহ্বান জানান তিনি।
নিজামূল কবীর আরও বলেন, বর্তমান সময়ে গুজব একটি বড় চ্যালেঞ্জ। একটি মহল পরিকল্পিতভাবে সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করতে গুজব ও অপতথ্য প্রচার করছে। 
তিনি বলেন, গুজবের নেতিবাচক প্রভাব থেকে ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রকে রক্ষা করতে গুজব সম্পর্কে জনসচেতনতা সৃষ্টির কোনো বিকল্প নেই।
তিনি আরো বলেন, গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত অপতথ্য তথা গুজব মনিটরিং ও এর সত্যতা যাচাই-বাছাইয়ের জন্য তথ্য অধিদফতরের ‘গুজব প্রতিরোধ ও অবহিতকরণ কমিটি’ কাজ করছে। এই কমিটি গুজব প্রতিরোধে নিয়মিত আইকনোটেক্সট ও ভিডিও তৈরি করছে। গুজব প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিতে এসব আইকনোটেক্সট ও ভিডিও কার্যকর ভূমিকা পালন করছে।
আলোচনা সভায় তথ্য অধিদফতরের সিনিয়র উপপ্রধান তথ্য অফিসার ইয়াকুব আলী ও ম. জাভেদ ইকবালসহ অধিদফতরের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিভিন্ন মন্ত্রণালয়ে সংযুক্ত তথ্য ও জনসংযোগ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Side banner