ঝিকরগাছায় কৃতি ছাত্র-ছাত্রীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৮ জুলাই) দুপুরে উপজেলা পরিষদ হল রুমে এক অনাড়ম্বর পরিবেশে পারফর্মেন্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশনস স্কিম, এসইডিপি আওতায় ২০২২-২৩ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তির্ণ কৃতি ছাত্রছাত্রীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা প্রশাসক ভুপালী সরকার’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের উপপরিচালক (কলেজ-২) এর মো. নওশের আলী।
তিনি তার বক্তব্যে বলেন, শিক্ষার্থীদের এমন কৃতিত্ব দেশ ও সমাজের জন্য গর্বের বিষয়। তাদেরকে আরও উদ্যমী হয়ে ভবিষ্যতে এগিয়ে যেতে হবে।
অনুষ্ঠানের মূল উদ্দেশ্য ছিল বিগত বছরের ফলাফলে শ্রেষ্ঠত্ব অর্জনকারী ছাত্র-ছাত্রীদের উৎসাহিত করা ও তাদের সাফল্যকে স্বীকৃতি দেওয়া। উপজেলার বিভিন্ন স্কুল কলেজের মোট ৩৭জন কৃতি শিক্ষার্থীকে সার্টিফিকেট, ক্রেস্ট ও রজনীগন্ধা ফুল উপহার প্রদান করা হয়।
এসময় অতিথির বক্তব্য রাখেন, বিএম স্কুলের প্রধান শিক্ষক মো. আব্দুস সামাদ, আকিজ কলেজের অধ্যক্ষ মো. কামরুজ্জামান, এসএম সুলতান, মাদরাসা শিক্ষক দ্বীন ইসলাম, অভিভাবকদের পক্ষে মো. শওকত আলী ও শিক্ষার্থীদের পক্ষে এশা খাতুন।
বক্তরা বলেন, এই ধরনের অনুষ্ঠান শিক্ষার্থীদের মেধা বিকাশে সহায়ক এবং আগামী দিনে তাদের আরও ভালো করতে অনুপ্রেরণা জোগাবে।
আপনার মতামত লিখুন :