উইম্বলডন ম্যাচ দেখতে সম্প্রতি লন্ডনে গিয়েছিলেন বলিউডের আলোচিত অভিনেত্রী ও মডেল উর্বশী রাউতেলা। সেখান থেকে তার বেশ কিছু ছবি ও ‘লাবুবু’ পুতুল লাগানো ব্যাগ নিয়ে নেটদুনিয়ায় চলেছিল জোর আলোচনা। এবার সেই বহুল চর্চিত ব্যাগই চুরি হয়ে গেছে বলে অভিযোগ অভিনেত্রীর।
উর্বশীর দাবি, লন্ডনের গ্যাটউইক বিমানবন্দরে হারিয়ে যাওয়া সেই ব্যাগে ছিল প্রায় ৭০ লাখ রুপির গয়না। আর এ ঘটনায় ভেঙে পড়েছেন উর্বশী- বলিউড সুত্রের খবর এমনটাই।
এ নিয়ে নিজের সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ প্রকাশ করে উর্বশী লেখেন, এমিরেটসের প্ল্যাটিনাম সদস্য এবং গ্লোবাল শিল্পী হিসেবে উইম্বলডন গিয়েছিলাম। কিন্তু দুঃখের সঙ্গে জানাতে হচ্ছে, আমার ক্রিস্টিয়ান ডি’ওর-এর ব্যাগটি গ্যাটউইক এয়ারপোর্টের ব্যাগেজ বেল্ট থেকে চুরি হয়েছে। ট্যাগ ও টিকিট থাকার পরও এমন ঘটনা নিরাপত্তা ব্যবস্থার প্রশ্ন তোলে।
প্রসঙ্গত, উর্বশী রাওতেলা বরাবরই বিতর্কের কেন্দ্রবিন্দুতে। কখনও পোশাক বিতর্ক, কখনও মন্তব্য; নানা কারণে আলোচনায় থাকেন তিনি। এবার গয়নাসহ দামি ব্যাগ খুইয়ে ফের শিরোনামে এলেন এই ভাইরাল গার্ল।
আপনার মতামত লিখুন :