Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা শনিবার, ০২ আগস্ট, ২০২৫, ১৮ শ্রাবণ ১৪৩২

গোবিন্দগঞ্জে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ঢেউটিন ও চেক বিতরণ


দৈনিক পরিবার | শাহিন নুরী  জুলাই ২৯, ২০২৫, ০৯:৩৪ পিএম গোবিন্দগঞ্জে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ঢেউটিন ও চেক বিতরণ

গাইবান্ধার গোবিন্দগঞ্জে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রনালয়ের অধীন দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর কর্তৃক বিভিন্ন সময় অগ্নিকান্ড, কাল বৈশাখী ঝড়, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত, দুস্থ ও অসহায় পরিবারের মাঝে মানবিক সহায়তা হিসাবে ঢেউটিন ও গৃহমঞ্জুরী বাবদ চেক বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (২৯ জুলাই) বিকাল ৩টায় উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে এ ঢেউটিন ও গৃহমঞ্জুরী বাবদ চেক বিতরণ করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দা ইয়াসমিন সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠানে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো. জিন্দার আলী ও উপজেলা প্রকৌশলী মো. মাহবুবুল হক উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে গোবিন্দগঞ্জ উপজেলার বিভিন্ন গ্রামের ক্ষতিগ্রস্ত ১৫টি পরিবারকে এক বান্ডিল করে ঢেউটিন এবং প্রতিটি পরিবারকে তিন হাজার টাকার চেক প্রদান করা হয়।

Side banner