Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা শনিবার, ০২ আগস্ট, ২০২৫, ১৮ শ্রাবণ ১৪৩২

ফুলবাড়ীতে নালার পানিতে ডুবে শিশুর মৃত্যু


দৈনিক পরিবার | বিপুল মিয়া আগস্ট ১, ২০২৫, ০৮:৪৯ পিএম ফুলবাড়ীতে নালার পানিতে ডুবে শিশুর মৃত্যু

কুড়িগ্রামের ফুলবাড়ীতে বাড়ীর সামনের রাস্তার পাশে নালার পানিতে ডুবে শাহাজালাল (২) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে শুক্রবার (১ আগস্ট) দুপুরে উপজেলার শিমুলবাড়ী ইউনিয়নের যতিন্দ্রনারায়ন গ্রামে। নিহত শিশু শাহাজালাল ওই গ্রামের মতিয়ার রহমানের পুত্র। 
স্থানীয়রা জানান, বাড়ীর বাহির উঠানে খেলতে খেলতে শিশুটি কখন যে রাস্তার পাশের নালার পানি পড়ে ডুবে যায় তা কেউই বলতে পারেনা। ওই রাস্তা দিয়ে এক নারী পথচারী যাওয়ার সময় শিশুটিকে নালার পানিতে ভাসতে দেখে চিৎকার শুরু করেন। পরে পরিবারের লোকজন ছুটে এসে শিশুটিকে উদ্ধার করে দ্রুত ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। কিন্তু ততক্ষণে শিশুটি মারা যাওয়ায় সেখানকার কর্তব্যরত শিশুটিকে মৃত ঘোষনা করেন। 
ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুস ছালাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে।

Side banner