Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা শনিবার, ০২ আগস্ট, ২০২৫, ১৮ শ্রাবণ ১৪৩২

মহানবী (সা.) এর হিজরতের পথ স্মরণীয় করতে সৌদির নতুন উদ্যোগ 


দৈনিক পরিবার | ধর্ম ডেস্ক আগস্ট ১, ২০২৫, ০২:০৫ পিএম মহানবী (সা.) এর হিজরতের পথ স্মরণীয় করতে সৌদির নতুন উদ্যোগ 

মহানবী (সা.)-এর হিজরতের পথ স্মরণীয় করতে সৌদি আরব নতুন উদ্যোগ গ্রহণ করেছে। নির্দিষ্ট নিয়ম মেনে নবী কারিম (সা.)-এর হিজরতের পথে মক্কা থেকে মদিনা যাওয়ার সুযোগ পাবেন আগ্রহীরা। আধুনিক প্রযুক্তি ব্যবহার করে নবীর পথে আধ্যাত্মিক এ যাত্রার সুযোগ করে দিচ্ছে দেশটি।
পবিত্র মক্কা নগরী থেকে যে পথে পবিত্র মদিনায় হিজরত করেছেন মহানবী (সা.) সেই ঐতিহাসিক পথকে নতুন করে নির্মাণ করা হয়েছে। এ জন্য ঘোষণা করা হয়েছে ‘ইন দ্য প্রোফেটস স্টেপস’ প্রকল্প। আনুষ্ঠানিকভাবে এই প্রকল্প চালু করা হবে নভেম্বরে। ৬ মাস ধরে তা চলবে।
সম্প্রতি প্রকল্পটি উদ্বোধন করেন মদিনার আমির প্রিন্স সালমান বিন সুলতান। এ জন্য উহুদ পাহাড়ের কাছে একটি অনুষ্ঠান আয়োজন করা হয়। ‘ইন দ্য প্রোফেটস স্টেপস’ প্রকল্পটিতে মহানবী (সা.)-এর হিজরতের পথের দৈর্ঘ্য ধরা হয়েছে ৪৭০ কিলোমিটার। এই পথ মক্কা থেকে মদিনাকে সংযুক্ত করেছে। এর মধ্যে ৩০৫ কিলোমিটার পথ আছে পায়ে হাঁটার উপযোগী। এর মধ্যে ৪১টি ঐতিহাসিক স্থানকে নতুনভাবে সাজানো হয়েছে।
মহানবী (সা.)-এর হিজরতের গুরুত্ববহন করে এমন গুরুত্বপূর্ণ ৫টি স্থান রয়েছে। এ ছাড়া আছে একটি ‘মাইগ্রেশন মিউজিয়াম’ বা হিজরত জাদুঘর। ইসলামের অতি গুরুত্বপূর্ণ অধ্যায়গুলো সেখানে দর্শনার্থীদের সামনে তুলে ধরা হবে।
হিজরতের পথে আটটি স্টেশন আছে। সেখান থেকে হিজরতের গভীর দৃষ্টিভঙ্গির প্রকাশ ঘটানো হবে। দর্শনার্থীদের জন্য থাকছে ৩০টি রেস্তোরাঁ এবং ৫০টি দোকান। প্রতিদিন এই প্রকল্প ভ্রমণ করতে পারবেন ১২ হাজার দর্শনার্থী। প্রকল্পটি হিজরত বা যাত্রাপথের পরিবর্তিত পরিস্থিতি তুলে ধরবে। তাতে মিশে থাকবে ইতিহাস, আধ্যাত্মিকতা এবং আধুনিক সুযোগ সুবিধার মিশ্রণ।

Side banner