Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা শনিবার, ০২ আগস্ট, ২০২৫, ১৮ শ্রাবণ ১৪৩২

দুই ম্যাচ হাতে রেখেই ফাইনাল নিশ্চিত করল বাংলাদেশ


দৈনিক পরিবার | ক্রীড়া ডেস্ক আগস্ট ১, ২০২৫, ০৮:২৭ পিএম দুই ম্যাচ হাতে রেখেই ফাইনাল নিশ্চিত করল বাংলাদেশ

টানা জয় দিয়ে ত্রিদেশীয় সিরিজ শুরু করেছিল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। তবে তৃতীয় ম্যাচে দক্ষিণ আফ্রিকার কাছে হারে টাইগার যুবারা। এবার জিম্বাবুয়েকে হারিয়ে আবারো জয়ে ফিরল আজিজুল হাকিম তামিমের দল। এই জয়ে ৬ পয়েন্ট নিয়ে দুই ম্যাচ হাতে রেখেই ফাইনাল নিশ্চিত করল বাংলাদেশ।
হারারে স্পোর্টস ক্লাব মাঠে টস হেরে আগে ব্যাট করতে নেমে ২২ ওভার ৩ বলে সবকটি উইকেট হারিয়ে ৮৯ রান করে জিম্বাবুয়ে অনূর্ধ্ব-১৯ দল। দলের হয়ে সর্বোচ্চ ২৬ রান করেন নাথানিয়েল হ্লাবাঙ্গানা।
৯০ রানের লক্ষ্য তাড়ায় ইনিংসের প্রথম ওভারেই উইকেট হারায় বাংলাদেশ। ডাক খেয়েছেন রিফাত বেগ। তবে তার বিদায়ে দলের ব্যাটিংয়ে খুব একটা প্রভাব পড়েনি।
আরেক ওপেনার তামিম দুর্দান্ত ব্যাটিং করেছেন। তিনি ব্যক্তিগত ফিফটি থেকে মাত্র ৩ রান দূরে থাকতে জয়ের বন্দরে পৌঁছে যায় দল। ফলে ৪৭ রানের অপরাজিত ইনিংস খেলেই সন্তুষ্ট থাকতে হয়েছে বাংলাদেশ অধিনায়ককে। এ ছাড়া কালাম সিদ্দিকী করেছেন ২০ রান। আর অপরাজিত ২১ রান এসেছে রিজান হোসেনের ব্যাট থেকে।
এর আগে ব্যাট করতে নেমে শুরু থেকেই বেশ ভুগেছে জিম্বাবুয়ে। নিয়মিত বিরতিতে উইকেট হারানো রোডেশিয়ান ব্যাটাররা নূন্যতম প্রতিরোধটুকুও গড়তে পারেনি। তাতে একশর আগেই অলআউট হয় স্বাগতিকরা।
বাংলাদেশের হয়ে ২৭ রানের বিনিময়ে ৪ উইকেট শিকার করেছেন ইকবাল হোসেন ইমন। এ ছাড়া দুটি করে উইকেট পেয়েছেন সানজিদ মজুমদার ও স্বাধীন ইসলাম।

Side banner