রাজধানী উত্তরার চার নম্বর সেক্টরে বেশ কয়েকটি শুটিং হাউজে দীর্ঘদিন ধরে জনপ্রিয় অভিনয় শিল্পীদের নাটক ও সিনেমার শুটিং হয়ে আসছে। হঠাৎ করে ওই বাড়িতে শুটিং বন্ধের নির্দেশ দিয়েছে উত্তরা চার নম্বর সেক্টরের আবাসিক এলাকা কল্যাণ সমিতি।
সোমবার (২০ জুলাই) ইস্যুকৃত নোটিশে বলা হয়েছে শুটিং ঘিরে আবাসিক এলাকায় জনসমাগম বৃদ্ধি ও রাস্তায় যানবাহান চলাচলে বিঘ্ন হচ্ছে। ফলে চার নাম্বার সেক্টরের ওই বাড়িটিতে শুটিং বন্ধ রাখার জন্য বাড়ির মালিককে অনুরোধ করা হয়েছে।
এ ঘটনায় এরইমধ্যে ক্ষোভ ঝেড়ে প্রতিবাদ করেছেন অভিনয়শিল্পীরা। শামিম হাসান সরকারও আছেন এ তালিকায়। নিজের ফেসবুকে শামীম লিখেছেন, বাংলাদেশের নাটকের শুটিং দেশের মাটির কোথাও করতে দেওয়া উচিত না। সব শুটিং হোক আমেরিকার লাস ভেগাসে!
এর আগে নাট্য নির্মাতা তপু খান বলেন, শিল্প-সংস্কৃতির বিকাশে এমন নিষেধাজ্ঞা বড় ধরনের বাধা। আলোচনার মাধ্যমে এর সমাধান হওয়া উচিত।
অভিনেতা রওনক হাসান বলেন, আবাসিক এলাকায় বহু স্কুল-অফিস চলে, শুধু শুটিং নিয়েই আপত্তি কেন? পূর্বেও এ ধরনের পরিস্থিতিতে স্থানীয় প্রশাসন ও সংসদ সদস্যদের সহযোগিতায় সমাধান হয়েছে, এবারও সেটাই প্রত্যাশা করছি।
উত্তরা আবাসিকে শুটিং বন্ধের নির্দেশে ক্ষোভ প্রকাশ করেছেন অভিনয় শিল্পী সংঘের সাধারণ সম্পাদক হয়েছেন রাশেদ মামুন অপু। আরটিভিকে তিনি বলেন, এর আগেও বেশ কয়েকবার এমনটি তারা করেছে। আমার মনে হচ্ছে দেশের শিল্প সংস্কৃতিকে ধ্বংস করার ষড়যন্ত্র। কেননা, সেই এলাকায় অনেক স্কুল, অফিস আছে সেগুলো নিয়ে তো সমস্যা হচ্ছে না! শুধু শুটিং হাউজ নিয়েই কেনো সমস্যা হবে? তারা যেভাবে নোটিশে উল্লেখ করেছে তা পুরোটাই ভুলভাবে উপস্থাপন করা হয়েছে। আমরা যখন শুটিং করি তখন সেখানে সবচেয়ে বেশি নিরবতা থাকে। অভিনয় শিল্পী সংঘের পক্ষ থেকে আমি এর তীব্র নিন্দা জানাই।
আপনার মতামত লিখুন :