Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা বৃহস্পতিবার, ৩১ জুলাই, ২০২৫, ১৬ শ্রাবণ ১৪৩২

মাহেরীন চৌধুরীর সমাধিতে নীলফামারীর ডিসি-এসপির শ্রদ্ধা


দৈনিক পরিবার | স্টাফ রিপোর্টার জুলাই ২৩, ২০২৫, ০৬:২৮ পিএম মাহেরীন চৌধুরীর সমাধিতে নীলফামারীর ডিসি-এসপির শ্রদ্ধা

বিমান দুর্ঘটনায় নিহত উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষিকা মাহেরীন চৌধুরীর সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন নীলফামারীর জেলা প্রশাসক ও পুলিশ সুপার। বুধবার (২৩ জুলাই) দুপুরে জলঢাকা উপজেলার বগুলাগাড়ি চৌধুরীপাড়ায় মাহরীন চৌধুরীর সমাধিস্থলে প্রথমে জেলা প্রশাসনের পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা জানান জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান। এরপর শ্রদ্ধা জানান পুলিশ সুপার এ এফ এম তারিক হোসেন খান।
শ্রদ্ধা নিবেদন শেষে জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান বলেন, মাহেরীন চৌধুরীর সাহসিকতা আমাদের গর্বিত করেছে। তার আত্মত্যাগ বর্তমান ও ভবিষ্যত প্রজন্মের জন্য অনন্য দৃষ্টান্ত।
মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের বাংলা মিডিয়াম শাখার তৃতীয় থেকে পঞ্চম শ্রেণির সমন্বয়ক ছিলেন মাহেরীন। সোমবার দুপুরে দুর্ঘটনায় আহত হওয়ার পর তাকে ভর্তি করা হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে; সেখানেই তিনি মারা যান।
মঙ্গলবার বিকালে ঢাকা থেকে অ্যাম্বুলেন্সে তার মরদেহ পৌঁছায় বাবার বাড়ি নীলফামারীর জলঢাকা উপজেলার বগুলাগাড়ি চৌধুরীপাড়া গ্রামে। বিকাল ৪টার দিকে বাড়ির সামনে থাকা বগুলাগাড়ি স্কুল অ্যান্ড কলেজ মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে বাবা-মায়ের কবরের পাশে শায়িত করা হয় মাহেরীনকে।
দাফন শেষে মাহেরীনের স্বামী মনসুর হেলাল সাংবাদিকদের বলেন, মাহেরীন অনেক ভালো মানুষ ছিল। ওর ভেতরে একটা মায়া ছিল সবাইকে ঘিরে। আগুন লাগার পর যখন অন্যরা দৌড়াচ্ছিল, ও তখন বাচ্চাদের বের করে আনছিল। কয়েকজনকে বের করার পর আবার ফিরে গিয়েছিল বাকি বাচ্চাদের জন্য। সেই ফেরাটা আর শেষ হয়নি। সেখানেই আটকে পড়ে, সেখানেই পুড়ে যায় আমার মাহেরীন।
ডিসি-এসপির পাশাপাশি মাহেরীনের কবরে জলঢাকা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইএনও) মো. জায়িদ ইমরুল মোজাক্কিন ও জলঢাকা থানা পুলিশের পক্ষ থেকে ওসি আরজু মো. সাজ্জাদ হোসেন শ্রদ্ধা জানান।
শ্রদ্ধা নিবেদনে শেষে শিক্ষক মাহেরীনের কবর জিয়ারত করে দোয়া করেন জেলা প্রশাসক ও পুলিশ সুপার এবং তার স্বামী, দুই ছেলে ও দুই ভাইসহ পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
১৯৭৯ সালের ৬ জুন রাজধানী ঢাকায় জন্মগ্রহণ করেন মাহেরীন চৌধুরী। তিনি ১৯৯৫ সালে এসএসসি এবং ১৯৯৭ সালে এইচএসসি পাস করেন। এরপর তিতুমীর কলেজ থেকে ইংরেজিতে অনার্স শেষ করে মানারাত বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে মাস্টার্স পাস করেন।
শিক্ষাজীবন শেষে ২০০২-০৩ সালের দিকে রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে শিক্ষকতার পেশায় নিয়োজিত হন মাহেরীন চৌধুরী। মৃত্যুর আগ পযন্ত মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের বাংলা মিডিয়াম শাখার তৃতীয় থেকে পঞ্চম শ্রেণির সমন্বয়ক ছিলেন।

Side banner