মেহেরপুর জেলা হেযবুত তওহীদের উদ্যোগে কর্মী সম্মেলন ও জেলা কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১০ টায় মেহেরপুর পৌর কমিউনিটি সেন্টারে এ কর্মী সম্মেলন ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়।
মেহেরপুর জেলা হেযবুত তওহীদের সভাপতি সাহারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হেযবুত তওহীদের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক নিজাম উদ্দীন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হেযবুত তওহীদের খুলনা বিভাগীয় সভাপতি তানভীর আহমেদ, কুষ্টিয়া আঞ্চলিক সভাপতি জোসেব উদ্দীন, কেন্দ্রীয় কমিটির শ্রম ও কর্মসংস্থান বিষয়ক সম্পাদক শরিফুল ইসলাম।
এছাড়া আরো উপস্থিত ছিলেন, মেহেরপুর জেলা হেযবুত তওহীদের সাধারণ সম্পাদক জাহিদ মাহমুদ, খুলনা বিভাগীয় নারী সম্পাদক জেরিন সাইয়ারা, মেহেরপুর জেলা নারী সম্পাদক তানজিমা খাতুন রুমা প্রমূখ।
অনুষ্ঠান শুরুর পূর্বেই জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা হেযবুত তওহীদের শত শত নেতা কর্মীরা অনুষ্ঠানস্থলে ভিড় জমায়। নেতা কর্মীদের উপস্থিতিতে মেহেরপুর পৌর কমিউনিটি সেন্টারে উৎসব মূখর পরিবেষ সৃষ্টি হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে হেযবুত তওহীদের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন বলেন, মানব জীবনে শান্তি প্রতিষ্ঠা করতে মানব রচিত বিভিন্ন তন্ত্র মন্ত্র প্রয়োগ করে বার বার ব্যর্থ হয়েছে। দিন দিন অন্যায় অশান্তি নৈরাজ্য বহুগুনে বৃদ্ধি পেয়েছে। মুল কথা মানব রচিত বিধান দিয়ে কখনই শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব নয়। একমাত্র আল্লাহর দেওয়া বিধানই কেবল মানব জীবনে সামগ্রীক ভাবে শান্তি প্রতিষ্ঠা করতে পারে। মানব জীবনে শান্তি প্রতিষ্ঠার লক্ষে আল্লাহর দেওয়া বিধান মেনে নিয়ে সেটাকে সকল ক্ষেত্রে প্রতিষ্ঠা করার আহ্বান জানান। এছাড়া আল্লাহর দেওয়া বিধান প্রতিষ্ঠার লক্ষে মাঠে ময়দানে ছড়িয়ে পড়ে মানব জাতিকে ঐক্যবদ্ধ করার আহ্বান জানান।
পরে মেহেরপুর জেলা হেযবুত তওহীদের নব গঠিত ২২ সদস্যের কমিটি ঘোষণা করা হয়। কমিটির সভাপতি সাহারল ইসলাম ও সাধারণ সম্পাদক জাহিদ মাহমুদ।
আপনার মতামত লিখুন :