কুমিল্লা নগরীতে নিজ এলাকার লোকজনের হাতে মারধরের শিকার হয়েছেন সদর আসনের সাবেক এমপি হাজী আ ক ম বাহা উদ্দিনের অনুসারী ও আওয়ামী লীগ নেতা আবদুল হামিদ। পরে তাকে পুলিশের কাছে সোপর্দ করা হয়।
রবিবার (১৩ জুলাই) দুপুরে নগরীর ছোটরা পশ্চিম পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। আবদুল হামিদ নগরীর ২নং ওয়ার্ড (ছোটরা) আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।
স্থানীয়রা জানান, কুমিল্লায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে আব্দুল হামিদ দলীয় নেতাকর্মীদের সঙ্গে আন্দোলন ঠেকাতে মাঠে সক্রিয় ভূমিকা রেখেছিলেন। গত ৫ আগস্টের পর হামিদ এলাকা থেকে পালিয়ে যান। সম্প্রতি তিনি আদালতে মামলার জামিন নিতে চেষ্টা-তদবির শুরু করেন। আজ রবিবার তার আদালতে যাওয়ার কথা ছিল। খবর পেয়ে এলাকার লোকজন তাকে আটক করে মারধর করেন।
কোতোয়ালি মডেল থানার ওসি মহিনুল ইসলাম বলেন, দুপুর ২টার দিকে খবর আসে এক ব্যক্তিকে নগরীর ছোটরা পশ্চিমপাড়া এলাকায় আটক করে রেখেছেন স্থানীয়রা। সেখানে গিয়ে পুলিশ বিক্ষুব্ধ লোকজনের কবল থেকে তাকে উদ্ধার করে থানায় নিয়ে আসে।
তিনি বলেন, আটক আবদুল হামিদের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় এজাহারভুক্ত ৩টি মামলা রয়েছে। তবে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণে হয়তো আরো ঘটনার সঙ্গে তার জড়িত থাকার প্রমাণ পাওয়া যেতে পারে। আমরা সব তথ্য যাচাই-বাছাই করে দেখছি। সোমবার তাকে আদালতে সোপর্দ করা হবে।
আপনার মতামত লিখুন :