Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা রবিবার, ২০ জুলাই, ২০২৫, ৫ শ্রাবণ ১৪৩২

বাংলাদেশ থেকে নৌকা কিনতে চায় আলজেরিয়া


দৈনিক পরিবার | স্টাফ রিপোর্টার জুলাই ১৯, ২০২৫, ১২:২২ পিএম বাংলাদেশ থেকে নৌকা কিনতে চায় আলজেরিয়া

ঢাকায় নিযুক্ত আলজেরিয়ার রাষ্ট্রদূত আবদেলোহাব সাইদানি বলেছেন, নেছারাবাদের প্রাকৃতিক সৌন্দর্য ও ঐতিহ্যবাহী নৌকারহাট দেখে আমি মুগ্ধ। আমরা এখানকার নৌকা কিনতে আগ্রহী এবং ভবিষ্যতে নৌকা তৈরির শিল্পে আলজেরিয়ার পক্ষ থেকে বিনিয়োগের পরিকল্পনা রয়েছে। 
শুক্রবার (১৮ জুলাই) দুপুরে তিনি নেছারাবাদের আটঘর কুড়িয়ানার ভাসমান নৌকারহাট পরিদর্শন শেষে এসব কথা বলেন। 
এ সময় তিনি ট্রলারে করে হাট ঘুরে দেখেন এবং স্থানীয় নৌকা নির্মাণশিল্প সম্পর্কে খোঁজখবর নেন। পরে তিনি ছারছীনা দরবার শরীফে জুমার নামাজ আদায় করেন।
রাষ্ট্রদূতের এ সফরে তার সঙ্গে ছিলেন নেছারাবাদের সহকারী কমিশনার (ভূমি) রায়হান মাহামুদ, সহকারী পুলিশ সুপার (নেছারাবাদ সার্কেল) সাবিহা মেহেবুবা এবং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বনি আমিন।  
এ সময় স্থানীয় প্রশাসন ও জনগণের সঙ্গে তিনি মতবিনিময় করেন এবং দুই দেশের মধ্যে সাংস্কৃতিক ও বাণিজ্যিক সম্পর্ক আরও জোরদার করার প্রত্যাশা ব্যক্ত করেন।

Side banner