Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা শুক্রবার, ১৫ আগস্ট, ২০২৫, ৩১ শ্রাবণ ১৪৩২

বিপৎসীমা অতিক্রম করল আত্রাই নদীর পানি


দৈনিক পরিবার | নওগাঁ প্রতিনিধি আগস্ট ১৫, ২০২৫, ০৪:৫৭ পিএম বিপৎসীমা অতিক্রম করল আত্রাই নদীর পানি

উজান থেকে নেমে আসা পানির ঢলে নওগাঁর সব নদ-নদীর পানি বেড়েছে। এরই মধ্যে বিপৎসীমা অতিক্রম করেছে আত্রাই নদীর পানি।
শুক্রবার (১৫ আগস্ট) সকাল ৯টার দিকে দেওয়া পানি উন্নয়ন বোর্ডের তথ্য অনুযায়ী আত্রাই নদীর মান্দা উপজেলার জোতবাজার পয়েন্টে বিপৎসীমার ২০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।  
এ ছাড়া ছোট যমুনা নদীর শহরের লিটন ব্রিজ পয়েন্টে পানির সমতল রেকর্ড করা হয়েছে ১৪.৩৮ সেন্টিমিটার।
সেখানে বিপৎসীমার ৪২ সেন্টিমিটার নিচ দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। আত্রাই নদীর শিমুলতলী পয়েন্টে পানির সমতল রেকর্ড করা হয়েছে ২০.৩৬ সেন্টিমিটার।
সেখানে বিপৎসীমার ৭১ সেন্টিমিটার নিচ দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। আত্রাই নদীর মহাদেবপুর পয়েন্টে পানির সমতল রেকর্ড করা হয়েছে ১৭.১৩ সেন্টিমিটার।
সেখানে বিপৎসীমার ১০২ সেন্টিমিটার নিচ দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। আত্রাই নদীর রেলওয়ে ব্রিজ পয়েন্টে পানির সমতল রেকর্ড করা হয়েছে ১৩.১৮ সেন্টিমিটার। সেখানেও বিপৎসীমার মাত্র ০৭ সেন্টিমিটার নিচ দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। এ ছাড়া পূর্ণভবা নদীর নীতপুর পোরশা পয়েন্টে পানির সমতল রেকর্ড করা হয়েছে ১৪.৪১ সেন্টিমিটার। সেখানে বিপৎসীমার ০.১৬ সেন্টিমিটার নিচ দিয়ে পানি প্রবাহিত হচ্ছে।  
নওগাঁ পানি উন্নয়ন বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. ফইজুর রহমান জানান, গেল সপ্তাহখানেক ধরেই আত্রাই নদীর পানি বাড়া অব্যাহত রয়েছে। সম্ভাব্য বন্যার বিষয় মাথায় রেখে প্রয়োজনীয় ব্যবস্থা রাখা হয়েছে। এছাড়া দুর্বল বা ক্ষতিগ্রস্ত বাঁধ মেরামত করা হয়েছে।

Side banner