বাগেরহাট জেলার রামপাল এরিয়া প্রোগ্রাম, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের সহযোগিতায় “আমার জীবন, আমার স্বপ্ন” উদযাপন এবং বাৎসরিক শিশু ও যুব সমাবেশ-২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৪ অগাস্ট) সকাল ১১ টায় উপজেলা অডিটোরিয়ামে শিশু ও যুব সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার তামান্না ফেরদৌসি।
শিশু ও যুব সমাবেশ অনুষ্ঠানে তিনি শিশু ও যুবকদের বিগত এক বৎসরের কার্যক্রমের পাঁচটি স্টল পরিদর্শন করেন এবং প্রতিটি কার্যক্রমের প্রশংসা করেন এবং এলাকার শিশুদের উন্নয়নের জন্য বিভিন্ন কাজে তার প্রশাসনের সম্পূর্ণ সহযোগিতার আশ্বাস প্রদান করেন। পাশাপাশি বাল্য বিবাহ ও মাদক সম্পর্কে ব্যাপক প্রচারনা চালিয়ে যেতে অনুপ্রাণিত করেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা অফিসার মো. শাহিনুর রহমান।
অনুষ্ঠানের সভাপতির করেন সিনিয়র ম্যানেজার রামপাল এরিয়া প্রোগ্রাম জনাব লিটন মন্ডল এবং তিনি শিশু ও যুবদের নেতৃত্ব এবং ক্যারিয়ার গঠনের দিকনির্দেশনা দেন।
আলোচনা শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ওয়ার্ল্ড ভিশনের প্রোগ্রাম অফিসার বৃন্দ ও স্পন্সরশিপ অফিসারগণ।
আপনার মতামত লিখুন :